Pages

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান #১ম অধ্যায়(১-৬০) #২য় অধ্যায়

#১ম অধ্যায়(১-৬০)।
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের।
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C।
৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার।
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১।
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা জেরপথ্যালমিয়া।
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের।
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম।
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI।
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI।
৩০।BMI- ওজন/(উচ্চতা)^২।
৩১।BMIএর অপর নাম - QLI।
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড।
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina।
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার।
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ।
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম।
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে।
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে।
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - ৪ প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV।
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের।
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০।
৪৯।স্নেহ - ২ প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্ঞান।
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K।
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।
/

#২য় অধ্যায়(১-৫০)।
১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।
২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।
৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:।
৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।
৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।
৬।বিশুদ্ধ পানির pH - ৭।
৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।
৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।
৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।
১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1।
১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।
১২।রামসায় চুক্তি হয় - ১৯৭১ সালে।
১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।
১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।
১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।
১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water।
১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।
১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।
২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১।নদনদীর পানি - ক্ষারীয়।
২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭।
২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।
২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে।
২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে।
২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।
২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।
২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।
২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য।
৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।
৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।
৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।
৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।
৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।
৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।
৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।
৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।
৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake।
৪০।ETP - Effluent Treatment Plant।
৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।
৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে।
৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।
৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)।
৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার।
৪৬।অম্লীয় পানির pH - ৪।
৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।
৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি।
৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।
৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।

দুর্নীতি দমন কমিশন 2019


দুর্নীতি দমন কমিশন

পোস্ট:
সহকারী পরিচালক (১৩২ টি),

উপসহকারী পরিচালক (১৪৭ টি),

কোর্ট পরিদর্শক (৯ টি)


ফরমপূরণের শেষ তারিখ: ১৯-১২-২০১৯

দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন

পোস্ট:
সহকারী পরিচালক (১৩২ টি),

উপসহকারী পরিচালক (১৪৭ টি),

কোর্ট পরিদর্শক (৯ টি)

ফরমপূরণের শেষ তারিখ: ১৯-১২-২০১৯

পরীক্ষার স্তর কয়টি ও কি কি?
মোট ৫ টি স্তর-
১. প্রিলিমিনারী বাছাই পরীক্ষা
২. লিখিত পরীক্ষা
৩. কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা
৪. মৌখিক পরীক্ষা
৫. পুলিশ ও গোয়ন্দা ভেরিফিকেশন

প্রিলিমিনারী প্রস্তুতি
কোন কোন বিষয় পড়বো? বিষয়ভিত্তিক মানবন্টন জানতে চাই।
১. বাংলা- ২০ টি- ২০ নম্বর
২. ইংরেজি- ২০ টি- ২০ নম্বর
৩. গণিত- ২০ টি- ২০ নম্বর
৪. সাধারণ জ্ঞান- ২০ টি- ২০ নম্বর
৫. সাধারণ বিজ্ঞান- ১৫ টি- ১৫ নম্বর
৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ৫ টি- ৫ নম্বর
(বিশেষ দ্রষ্টব্য: ২০১৩ সালে ১০০ টি প্রিলিতে করা হয়েছে ১০০ নম্বর বরাদ্দ ছিল, ২০১৫ সালে ৮০ টি প্রশ্ন করা হয়েছে, ১০০ নম্বর, প্রতি প্রশ্নে বরাদ্দ ছিল ১.২৫ নম্বর)

বিষয়ভিত্তিক কোন কোন টপিকগুলো বিশেষ গুরুত্ব বহন করে?
বাংলা (২০ নম্বর)

প্রস্ততির ধরন: বিসিএস ধরণের

গুরুত্বপূর্ণ টপিক:
১. বাংলা সাহিত্য (প্রাচীনযুগ, মধ্যযুগ-মঙ্গলকাব্য, পিএসসির ১১ জন লেখক)
২. বাংলা ব্যাকরণ (ধ্বনি, শব্দ, বাক্য, বাচ্য, সন্ধি, সমাস, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বাংলা বানান)

ইংরেজি (২০ নম্বর)

প্রস্তুতির ধরণ: ব্যাংক প্রস্তুতি ধরণের

গুরুত্বপূর্ণ টপিক:
1. Comprehension
2. Spelling
3. Sentence Correction
4. Phrase & Idioms
5. Appropriate Preposition
6. Subject Verb Agreement
7. Synonym-Antonym
(বিশেষ দ্রষ্টব্য: English Literature থেকে কোনো প্রশ্ন দুদকে আসে না)

গণিত (২০ নম্বর)
১. ঐকিক নিয়ম (Unitary Method)
২. ভগ্নাংশ ও দশমিক (Fraction & Decimal)
৩. নল ও চৌবাচ্চা (Pipes & Cisterns)
৪. নৌকা ও স্রোত (Boat & Stream)
৫. সময়-দূরত্ব-গতিবেগ (Time-Distance-Speed)
৬. ধারা (Series)
৭. শতকরা (Percentage)
৮. লাভ-ক্ষতি (Profit)
৯. অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)
১০. বয়স (Age)
১১. সমীকরণ (Equation)
১২. পরিমিতি

(গণিতের প্রশ্ন বাংলা বা ইংরেজি যেকোনো একভাবে আসতে পারে। কারণ ২০১৩ সালে গণিত প্রশ্ন ইংরেজিতে এসেছিল এবং ২০১৫ সালে প্রশ্ন বাংলাতে এসেছে)

সাধারণ জ্ঞান (২০ নম্বর)
আন্তজার্তিক
১. জাতিসংঘ ও বৈশ্বিক সংগঠন
২. পরিবেশ সংগঠন
৩. দেশ ও স্থানের উপনাম
৪. ভৌগলিক গুরুত্বপূর্ণ
৫. বিরোধপূর্ণ স্থান
৬. যুদ্ধ-চুক্তি-সম্মেলন
৭. সাম্প্রতিক বিশ্ব
৮. আন্তর্জাতিক নানা জরিপ

বাংলাদেশ
১. ভৌগলিক অবস্থান
২. প্রাকৃতিক সম্পদ
৩. শিল্প ও অর্থনীতি
৪. জাতীয় দিবস
৫. ক্রীড়া ও খেলাধূলা
৬. মুক্তিযুদ্ধ
৭. সংবিধান
৮. বাংলাদেশের ইতিহাস
৯. জনসংখ্যা ও নৃগোষ্ঠী
১০. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
১১. সাম্প্রতিক বাংলাদেশ

সাধারণ বিজ্ঞান (১৫ নম্বর)
১. মানবদেহ
২. ভাইরাস-ব্যাকটেরিয়া
৩. ভূগোল
৪. পদার্থ-আলো-শব্দ
৫. জৈব যৌগ
৬. রাসায়নিক ক্রিয়া
৭. ধাতব ও অধাতব রসায়ন
৮. চুম্বক ও চৌম্বকত্ব
৯. চিকিৎসাবিজ্ঞান

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)
১. কম্পিউটারের পেলিফেরালস (ইনপুট ও আউটপুট পেরিফেরালস)
২. অপারেটিং সিস্টেমস
৩. সফটওয়্যার
৪. কম্পিউটারের নেটওয়ার্কিং
৫. কম্পিউটারের সংগঠন
৬. কম্পিউটারের ভাইরাস
৭. ইন্টারনেট

দৈনন্দিন বিজ্ঞান-- 01

দৈনন্দিন বিজ্ঞান--
1. মিষ্টি কুমড়া -- ভিটামিন জাতীয় খাদ্য।
2. মিষ্টি আলু -- শ্বেতস্বার জাতীয় খাদ্য।
3. শিমের বিচি -- আমিষ জাতীয় খাদ্য।
4. দুধে থাকে -- ল্যাকটিক এসিড।
5. আয়োডিন অভাবে -- গলগন্ড রোগ হয়।
6. লেবুতে বেশি থেকে -- ভিটামিন সি।
7. আমলকী, লেবু, পেয়ারাতে ভিটামিনের উৎস -- ভিটামিন সি।
8. শরীরে শক্তি যোগাতে দরকার -- খাদ্য।
9. সামুদ্রিক মাছে পাওয়া যায় -- আয়োডিন।
10. সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল -- পেয়ারা।
11. ভিটামিন এ সবচেয়ে বেশি -- গাজরে।
12. আয়োডিন পাওয়া যায় -- শৈবালে।
13. আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড়
ক্যালরি শক্তির প্রয়োজন -- ২৫০০ ক্যালরি।
14. ল্যাথারাইজম রোগ -- খেসারি ডাল খেলে।
15 শরীরের হাড় ও দাতের গঠনের কাজে বেশি প্রয়োজন -- ক্যালসিয়াম।
16. সহজে সর্দি কাশি হয় -- ভিটামিন সি এর অভাবে।
17. বিষাক্ত নিকোটিন থাকা -- তামাকে
18. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান -- দুধে।
19. রক্তশূন্যতা দেখা দেয় -- আয়রনের অভাবে।
20. আমিষের পরিমাণ সবচেয়ে বেশি --- শুটকী মাছ।
21. হাড় ও দাতকে মজবুত করে -- ক্যালসিয়াম ও ফসফরাস।
22. কচুশাক বিশেষভাবে মূল্যবান --- লৌহ উপাদানের জন্য।
23. সুষম খাদ্যের উপাদান - ৬ টি।
24. প্রোটিন বেশি থাকে -- মসুর ডালে।
25. চা পাতায় থাকে -- ভিটামিন বি কমপ্লেক্স।
26. ম্যালিক এসিড -- টমেটোতে পাওয়া যায়।
27. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে -- ভিটামিন কে।
28. ভিটামিন সি হলো -- অ্যাসকরবিক এসিড।
29. তাপে নষ্ট হয় -- ভিটামিন সি।
30. গলগল্ড রোগ হয় -- আয়োডিন অভাবে।
31. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি --- আমিষের।
32 আয়োডিন বেশি থাকে -- সমুদ্রের মাছে।
33. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে --
ক্যালসিয়াম অক্সালেট।
34. রাতকানা রোগ হয় -- ভিটামিন এ এর অভাবে।
35. মুখে ও জিহবায় ঘা হয় -- ভিটামিন বি₂ এর অভাবে।
36. পানিতে দ্রবণীয় ভিটামিন -- ভিটামিন বি ও সি।
37. শিশুদের রিকেটাস রোগ হয় -- ভিটামিন ডি এর
অভাবে।
38. দুধের রং সাদা হয় -- প্রোটিনের জন্য।
39. ভিটামিন সি এর রাসায়নিক নাম -- অ্যাসকরবিক এসিড।
40.প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় -- অ্যামাইনো এসিড।
41. কচুশাকে বেশি থাকে -- লৌহ।
42. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত -- ৪:১:১।
43. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে -- খনিজ পদার্থ ও ভিটামিন।
44. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় -- ডাবে।
45. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে -- ভিটামিন সি এর অভাবে।
46.মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন -- আমিষ জাতীয় খাদ্যে।
47. সূর্য কিরণ হতে পাওয়া যায় -- ভিটামিন ডি।
48. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে -- অ্যালবুমিন।
49. আমিষের কাজ -- দেহ কোষ গঠনে সহয়তা করা।
50. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় -- দুধকে।
51. কোলেস্টরল -- এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
52. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন -- ডি ভিটামিন।
53. ভিটামিন ডি এর অভাবে -- রিকেটস রোগ।
54. অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন -- ক্যালসিয়াম।
55. মলা মাছে থাকে -- ভিটামিন ডি।

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান #১ম অধ্যায়(১-৬০) #২য় অধ্যায়

# ১ম অধ্যায়(১-৬০)। ১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%। ২।খাদ্যের উপাদান - ৬টি। ৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড। ৪।মানব...

Trending