Pages

VIVA

★★★ইন্টারভিউ ★★★

আমরা ইন্টারভিউ দিতে গিয়ে একটা সাধারণ প্রশ্নের সম্মুখীন প্রায়ই সকলে হয়ে থাকি।

★মনে করুন আপনি চাকুরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন।দরজা দিয়ে সাক্ষাৎ কার রুমে ঢুকলেন। এরপর একজন বললেন বসুন।আপনি বসলেন, এবং ধন্যবাদ দিলেন।

★এখন একজন আপনাকে প্রশ্ন করলো : Tell Me something About your Self / Introduce Your Self.

★এই প্রশ্ন দ্বারা বেশিরভাগ মানুষের মান যাচাই করে ফেলা যায়।ভাবতে অনেক অভাক লাগলে ও এইটাই সত্য।
★প্রশ্নটা করার পর আমাদের Answer হয় :
* My Name is (XYZ)
* my father Name is (XYZ)
*My Mother Name is (XYZ)
তারপর আমার বাবা এইটা করে,আমার মা এইটা করে,আমার ভাই/বোন এইটা করে ইত্যাদি।এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের সাথে জড়িত হয়ে পড়ি।এর কারণ কি জানো,এইখানে একটা জিনিস খেয়াল করুন তো! সে কি বলল: তার নাম,বাবার নাম,মায়ের নাম,ভাই এইটা করে,বোন ওইটা করে ইত্যাদি।তাকে বলা হয়েছে introduce yourself(অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলতে)।কিন্তু সে এইখানে নিজেকে introduce করেনি,সে introduce করেছে তার family কে।এবং ফ্যামিলি কে introduce করার পর তার মাথায় আর কিছুই ছিলনা বলার জন্যে।
★ So first think Don't introduce your family,Introduce yourself...
★এখন প্রশ্ন হলো আমি নিজের ব্যাপারে কি আর বলবো????
#তুমি তুমার লাইফে নিজেকে নিয়ে কাটিয়েছ, বিশ,বাইশ,পঁচিশ, ত্রিশ বছর।তুমি নিজের ব্যপারে বাকি কথাগুলো বলো।
★★যেই কথা গুলো বলা উচিৎ আমাদের।চলো আমরা জেনে নিই।Let's start:::
★(i) Name: প্রথমে আপনি আপনার নাম বলুন।যদি প্রশ্নকর্তা আপনার নাম ধরে বলে। যেমন : XYZ আপনি আপনার সম্পর্কে কিছু বলুন।তখন কিন্তু আপনার নাম বলতে হবে না।যদি প্রশ্নকর্তা নাম উল্লেখ করার পরে ও, আপনি আপনার নাম বলেন,তাইলে প্রশ্নকর্তার একটু ও বুঝতে কষ্ট হবে না যে আপনি মুখস্থ বিদ্যা।
★(ii) Living place : অর্থাৎ আপনি যেইখানে বসবাস করছেন।এইখানে আপনি প্রথমে বর্তমান বসবাসের নাম বলবেন।তারপর আপনার স্থায়ী বসবাসের নাম বলবেন।
★(iii) Higher Qualifications : অর্থাৎ আপনি আপনার শিক্ষার কথা বলবেন,যেইসব ডিগ্রি আপনি অর্জন করেছেন, সেইগুলোর কথা বলবেন।এইখানে জানিয়ে রাখি আপনি প্রথমেই সেই ডিগ্রিটার কথা বলবেন যেটি সর্বোচ্চ।এবং পরে যদি সাম্প্রতিক শেষ অন্য কোনো ডিগ্রি থাকে সেটি উল্লেখ করবেন।
★(iv) Skill /Quality : এইখানে আপনি আপনার অভিজ্ঞতা বা কাজ করার যেই সক্ষমতা সেটি উপস্থাপন করবেন।এইটি খুবি গুরুত্বপূর্ণ একটি অংশ।মূলকথা হলো আপনি যেই জব এর জন্য এসেছেন, সেইটির জন্য আপনি পরিপূর্ণ যোগ্য,এইটা আপনাকে উপস্থাপন করতে হবে।
★(v) Hobbies : এইটা চাকরির ক্ষেত্রে তেমন একটা Fact না।না বললে ও চলে।আপনার Hobbies দ্বারা আপনার personality কেমন,সেইটা আপনি উপস্থাপন করতে পারবেন।এবং এমন কিছু hobbies এর কথা বলবেন, যেইগুলো অনেক High level এর,যেই গুলো অনেক Standard. যেমন : বই পড়া,গিটার বাজানো,ঘুরতে যাওয়া ইত্যাদি।
★ (vi) Conclusion : এইটা শেষ করার জন্য।,Conclusion এ আপনি বলবেন That's all about Me!.....
★★★বিশেষ সতর্কতা : নিজের সম্পর্কে বলতে গিয়ে ফ্যামিলি সম্পর্কে বলবেন না, বিভিন্ন বিষয়ে জুড়বেন না।এবং প্রতি লাইন শেষে স্যার স্যার বা ম্যাম ম্যাম বলবেন না।নির্দিষ্ট পজ ব্যবহার করে একটানা বলতে থাকবেন,যেন অন্য কেউ আপনার কথা শেষ হবার আগে অন্য কোনো প্রশ্ন না করে বসে।আর প্রশ্ন কর্তার সাথে চক্ষু সংযোগ সর্বদা বজায় রাখবেন।
★★★THE END★★★

No comments:

Post a Comment

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান #১ম অধ্যায়(১-৬০) #২য় অধ্যায়

# ১ম অধ্যায়(১-৬০)। ১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%। ২।খাদ্যের উপাদান - ৬টি। ৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড। ৪।মানব...

Trending