Pages

English GM

 

Translation (১০০টি প্রবাদ বাক্য)

০১. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।

= Constant dripping wears out the stone.

০২. আপন গায়ে কুকুর রাজা।

= Every dog is a lion at home.

০৩. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।

= Extravagant hopes lead to complete disappointment.

০৪. নিজের পায়ে কুড়াল মারা ।

= To dig one’s own grave.

০৫. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।

= Morning shows the day.

০৬. উলুবনে মুক্তো ছড়ানো ।

= Pearls before swine.

০৭. উৎপাতের কড়ি চিৎপাতে যায়।

= Ill got, ill spent.

০৮. একবার না পারিলে দেখ শতবার ।

= If at first try you don’t succeed, try, try again!

০৯. কত হাতি গেল তল, মশা বলে কত জল ।

= Fools rush in where angels fear to tread.

১০. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।

= Being unnecessarily flashy is pointless

১১. কাঁটা দিয়ে কাঁটা তোলা ।

= Using a thorn to remove a thorn.

১২. কাটা ঘায়ে নুনের ছিটে ।

= To add insult to injury.

১৩. কানা গরুর ভিন্ন পথ ।

= The fool strays from the safe path.

১৪. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।

= One’s harvest month, is another’s complete devastation.

১৫. বিপদ কখনও একা আসে না।

= Misfortune never comes alon.

১৬. আয়ের অধিক ব্যয় করো না।

= Do not live above your means.

১৭. কিনতে পাগল বেচতে ছাগল

= Necessity never makes a bargain.

১৮. কুকুরের পেটে ঘি মজে না।

= Habit is the second nature.

১৯. কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস

= It is hard to sit at Rome and strike with the Pope.

২০. যার কোন গুণ নাই তার কপালে আগুন

= It is a pity, he is good for nothing.

২১. গাইতে গাইতে গায়েন

= Practice makes a man perfect.

২২. ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়

= A burnt child dreads the fire.

২৩. গেঁয়ো যোগী ভিখ পায় না

= A prophet is not honoured in his own country.

২৪. অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়

= Even death is preferable to bondage.

২৫. সে হাড়ে হাড়ে দুষ্ট

= He is wicked to the backbone.

২৬. ভাই ভাই ঠাঁই ঠাঁই

= Brothers will part.

২৭. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।

= You must not see things with half an eye.

২৮. চেনা বামুনের পৈতার দরকার হয় না।

= Good wine needs no bush.

২৯. চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।

= Out of sight, out of mind.

৩০. চোর পালালে বুদ্ধি বাড়ে।

= To lock the stable when the mare is stolen.

৩১. চোরা না শোনে ধর্মের কাহিনী।

= The devil would not listen to the scriptures.

৩২. চোরে চোরে মাসতুত ভাই।

= Birds of a feather flock together.

৩৩. টাকায় টাকা আনে।

= Money begets money.

৩৪. ঠাকুর ঘরে কেরে, অামি কলা খাই না।

= A guilty mind is always suspicious.

৩৫. গাছে কাঁঠাল গোঁফে তেল।

= To count one’s chickens before they are hatched.

৩৬. মরা হাতি লাখ টাকা।

= The very ruins of greatness are great.

৩৭. জলে কুমির ডাঙায় বাঘ।

= Between the devil and the deep sea.

৩৮. মশা মারতে কামান দাগা।

= To break a butterfly on a wheel.

৩৯. দুধ কলা দিয়ে কালসাপ পোষা।

= To cherish a serpent in one’s bossom.

৪০. এক মাঘে শীত যায় না

= One swallow does not make a summer.

৪১. এক হাতে তালি বাজে না

= It takes two to make a quarrel.

৪২. ওস্তাদের মার শেষ রাতে

= All’s well that ends well.

৪৩. কর্জ নাই, কষ্ট নাই

= Out of debt, out of danger.

৪৪. কত ধানে কত চাল বুঝবে

= you will know now what’s what.

৪৫. কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ ট্যাশ

= To strike the iron while it is hot.

৪৬. কারো পৌষ মাস কারো সর্বনাশ

= What is sport to the cat is death to the rat.

৪৭. কান টানলে মাথা আসে

= Given the one, the other will follow.

৪৮. অতি চালাকের গলায় দড়ি

= Too much cunning over reaches itself.

৪৯. অতি লোভে তাতি নষ্ট

= Grasp all,lose all.

৫০. ভাবিয়া করিও কাজ

= Look before you leap

৫১. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

= Too many cooks spoil the broth

৫২. অতি ভক্তি চোরের লক্ষণ

= Too much courtesy, too much craft.

৫৩. অভাবে স্বভাব নষ্ট

= Necessity knows no law

৫৪. অতি দর্পে হত লংকা।

= Pride goes before its fall.

৫৫. আপনি বাঁচলে বাপের নাম

= Self preservation is the first law of nature.

৫৬. অহিংসা পরম ধর্ম

= Non-violence is a supreme virtue

৫৭. অসারের তর্জন গর্জনই সার

= Empty vessels sound much.

৫৮. আয় বুঝে ব্যয় কর

= Cut your coat according to your cloth.

৫৯. আসলের চেয়ে সুদ মিষ্টি

= Interest is sweeter than principal.

৬০. যেমন কর্ম তেমন ফল।

= As you sow, so you reap.

৬১. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

= Honesty is the best policy.

৬২. সব ভাল তার শেষ ভাল যার।

= All’s well that ends well.

৬৩. দশের লার্ঠি একের বোঝা।

= Many a little makes a mickle.

৬৪. বিপদ কখনো একা আসে না।

= Misfortune never comes alone.

৬৫. নাই মামার চেয়ে কানা মামা ভাল।

= Something is better than nothing.

৬৬. মানুষ মাত্রই ভুল করে।

= To err is human.

৬৭. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

= A stitch in time save nine.

৬৮. নাচতে না জানলে উঠান বাঁকা।

= A bad workman quarrels with his tools.

৬৯. উঠন্ত মুলো পত্তনেই চেনা যায়।

= Morning shows the day.

৭০. ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া।

= Beggars must not be choosers.

৭১. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।

= Tit for tat.

৭২. মন্ত্রের সাধন কিংব শরীর পতন।

= Do or die.

৭৩. বাপ কা বেট।

= Like father, like son.

৭৪. নানা মুনির না পথ।

= Many men, many minds.

৭৫ প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।

= Necessity is the mother of invention.

৭৬. যত গর্জে তত বর্ষে না।

= Barking dogs seldom bite.

৭৭. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।

= While there is life there is hope.

৭৮. এক মাঘে শীত যায় না।

= One swallow doesn’t make a summer.

৭৯. টাকায় টাকা আনে।

= Money begets money

৮০. চকচক করলেই সোনা হয় না।

= All that glitters is not gold.

৮১. জোর যার মুলুক তার।

= Might is right

৮২. ইচ্ছা থাকলে উপায় হয়।

= Where there is a will, there is a way.

৮৩. চোরে চোরে মাসতুতো ভাই।

= Birds of the same feather flock together.

৮৪. গাছ তার ফলে পরিচয়।

= A tree is known by its fruits.

৮৫. চাচা আপন প্রাণ বাঁচা।

= Every one for himself.

৮৬. আয় বুঝে ব্যয় কর।

= Cut your coat according to your cloth.

৮৭. জ্ঞানই শক্তি।

= Knowledge is power.

৮৮. একতাই বল।

= Unity is strength.

৮৯. অল্প বিদ্যা ভয়ঙ্করী।

= A little learning is a dangerous thing.

৯০. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।

= A friend in need is a friend indeed.

৯১. একতায় উত্থান, বিভেদে পতন।

= United we stand, divided we fail.

৯২. অপচয় করো না, অভাবও হবে না।

= Waste not, want not.

৯৩. অসারের তর্জন গর্জন স্যার।

= Empty vessel sounds much.

৯৪. আপন চরকায় তেল দাও।

= Oil your own machine.

৯৫. কষ্ট বিনা কেষ্ট মেলে না।

= No pains, no gains.

৯৬. কয়লা ধূলে ময়লা যায় না।

= Black will take no other hue.

৯৭. আপন ভাল তো জগত ভালো।

= To the pure all things are pure.

৯৮. উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।

= Example is better than precept.

৯৯. এক হাতে তালি বাজে না।

= It takes two to make quarrel.

১০০. উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।

= One doth the scathe, another hath the scorn.

 ===========================

Maiden speech---First speech

★Salt of life---Valuable things

★After One's own heart ---To one's own liking

★Head in the cloud---A day dreamer

★Loaves and fishes---Personal gains

★Blame ans criticize---Come heavily on

★Put up with---Tolarate

★Take into account---Consider

★To get along with---To adjust

★Three score--- three times twenty

★Bottom line---The essential point

★Hold water---Bear examination

★Gala day---A day of festivity

★to keep one's head---To keep calm

★Bring to pass---Couse to happen

★Cry wolf---Give a false alarm

★Tide over---Overcome

★Right and left ---Indiscriminately

★A dark horse--- A man whose past is unknown

★At a stretch---Without break

★Bring to book---rebuke.

★Hole and Corner---Secrecy

★Milk and water --- Timid

★Null and void--- invalid

★Apple of one's eye---Extremely favourite

★Take one to tasks---rebuke

★Cock and bull story---A false story

★Speed money---bribe

★At a low ebb---decreasing

★bag ans baggage---leaving nothing behind

Sumaiya Akter > ‎40th Bcs: Our Goal [Largest job group of Bangladesh ]

বিগত সালের BCS লিখিত পরীক্ষায় আসা Phrase and Idioms একসাথে ।

১। 'Null and void' - বাতিল [38th BCS preli ; 32th BCS Written]

২। 'Once in a blue moon'- খুবই কদাচিৎ [38th BCS preli ]

৩। 'Take the bull by the horse'- একটি কঠিন সমস্যার মীমাংসিত চুক্তি [38th BCS preli ]

৪। ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written]

৫। All in-পরিশ্রান্ত[17th BCS Written]

৬। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written]

✿➢৭। An apple of discord-বিবাদের বিষয়[32nd BCS Written]

✿➢৮। As though-যেন[29th BCS Written]

✿➢৯। At a loss-হতবুদ্ধি [28th BCS Written]

✿➢১০। A castle in the air-আকাশকুমুস কল্পনা[11th BCS Written]

✿➢১১। After one’s own heart-মনের মতো[25th BCS Written]

✿➢১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ[24th BCS

✿➢১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব[21st BCS

✿➢১৪। Benefit of the doubt-সন্দেহাবসর[15t­h BCS Written]

✿➢১৫। Burning question-গুরুত্বপূর্­ণ বিষয়[28th BCS Written]

✿➢১৬। By dint of-বদৌলতে[17th BCS Written]

✿➢১৭। By fits and starts-অনিয়মিতভাবে[­22nd & 31st BCS Written]

✿➢১৮। Bring to pass-কোন কিছু ঘটা[27th BCS Written]

✿➢১৯। Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত[29th BCS Written]

✿➢২০। Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়[15th BCS Written]

✿➢২১। Black and blue-নির্মমভাবে[ TEO -2015]

✿➢২২। Black sheep-কুলাঙ্গার[32nd­ BCS Written]

✿➢২৩। Cry in the wilderness-অরণ্যে রোদন[22nd BCS Written]

✿➢২৪। Call to mind-স্মরণ করা [33rd BCS]

✿➢২৫। Come to terms-ঐকমত্যে পৌছা[20th & 31st BCS Written]

✿➢২৬। Cast aside-বাতিল করা[24th BCS Written]

✿➢২৭। Draw the line-সীমারেখা নির্ধারণ করা[21st BCS Written]

✿➢২৮। Dilly dally-সময় অপচয়[20th BCS]

✿➢২৯। Dog days-সবচেয়ে গরমের দিন[14th BCS]

✿➢৩০। Day after day-দিনের পর দিন[32th BCS Written]

✿➢৩১। Down to earth-বাস্তবিক[ TEO -2015]

✿➢৩২। Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া[18th BCS Written]

✿➢৩৩। End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS Written]

✿➢৩৪। Few and far between-কদাচিত[31st BCS Written]

✿➢৩৫। Flesh and blood-রক্তমাংসের দেহ[21st BCS Written]

✿➢৩৬। For good-স্থায়ীভাবে[TEO­-2015]

✿➢৩৭। Fool’s paradise-বোকার স্বর্গ[28th BCS Written]

✿➢৩৮। Fresh blood-নতুন সভ্য[29th BCS Written]

✿➢৩৯। Gift of the gab-বাগ্নিতা[27th BCS Written]

✿➢৪০। Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা[27th BCS Written]

✿➢৪১। Give in-বশ্যতা স্বীকার করা[13th BCS Written]

✿➢৪২। Half a chance-সামান্য সুযোগ[21st BCS Written]

✿➢৪৩। Hand in glove-ঘনিষ্ঠ[23rd BCS Written]

✿➢৪৪। Hold water-পরীক্ষায় টিকে থাকা[11th BCS]

✿➢৪৫। Heart and soul-সর্বান্তকরণে[32­nd BCS Written]

✿➢৪৬। In cold blood-ঠান্ডা মাথায়[14th BCS & 15th BCS Written]

✿➢৪৭। In case-যদি[29th BCS Written]

✿➢৪৮। In addition to-অধিকন্তু[25th BCS Written]

✿➢৪৯। In order that-যাতে[25th BCS Written]

✿➢৫০। In black and white-লিখিতভাবে[11th­ BCS Written]

✿➢৫১। Kith and kin-আত্মীয় [সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫]

✿➢৫২। Look forward to-ভালো কিছু আশা করা[29th BCS Written]

✿➢৫৩। Let loose-বল্গাহীনভাবে ছেড়ে দেয়া[21st BCS Written]

✿➢৫৪। Make a case-যুক্তি দেখানো[21st BCS Written]

✿➢৫৫। Make hay while the sun shines-ঝোপ বুঝে কোপ মারা[24th BCS Written]

✿➢৫৬। Maiden speech-প্রথম বক্তৃতা[23rd, 26th, 34th BCS Written]

✿➢৫৭। Make up one’s mind-মনস্থির করা[29th BCS Written]

✿➢৫৮। Make good-ক্ষতিপূরণ করা[24th BCS Written]

✿➢৬০। Out of the question-অসম্ভব[15th­ BCS Written]

✿➢৬১। Out and out-সম্পূর্ণরুপে[11t­h, 26th BCS Written]

✿➢৬২। Open secret-যে গোপন সর্বজন বিদিত[28th BCS Written]

✿➢৬৩। Pick a quarrel with-ঝগড়া বাধানো[24th BCS Written]

✿➢৬৪। Pros and cons-খুটিনাটি[31st BCS Written]

✿➢৬৫। Put heads together-একমত হওয়া; একত্রে বসে পরামর্শ করা[24th BCS Written]

✿➢৬৬। Pass away-মারা যাওয়া[33rd BCS]

✿➢৬৭। Put up with-সহ্য করা[15th, 31st, 33rd BCS Written]

✿➢৬৮। Raise one’s eyebrow-চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া[32nd BCS]

✿➢৬৯। Red handed-হাতে নাতে[28th BCS Written]

✿➢৭০। Rank and file-সাধারণ সৈনিক[22nd BCS Written]

✿➢৭১। Spare no pains-যথাসাধ্য সব কিছু করা[24th BCS Written]

✿➢৭২। Swan song-শেষ কর্ম[23rd BCS]

✿➢৭৩। Soft soap-তোষামোদ করা[14th BCS]

✿➢৭৪। Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা[27th BCS Written]

✿➢৭৫। Tell

===================

AbiR HuSsain > ‎World general knowledge বিশ্ব সাধারণ জ্ঞান

এমন কিছু ইংরেজি ওয়ার্ডস অাছে শুধু মাএ একটা S এর জন্য অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখা যাক ওয়ার্ডস গুলো

Time(সময়) Times (বার)

Food (খাদ্য) Foods (খাবারের তালিক)

wood (কাঠ) Woods (বন)

good( ভাল) Goods(পন্য)

crop (শস্য) Crops(শস্যের প্রকারভেদ)

corn(ভূট্রা) Corns(পায়ের শিকল)

Water (পানি) Waters (জলাশয়)

Manner( পদ্ধতি) Manners(অাচার-অাচরন)

Custom(প্রথা) Customs (শুল্ক)

Return (ফিরে দেখা) Returns( বিবরণী)

Colour (রঙ) Colours( পতাকা)

Iron (লোহা) Irons (লোহার শিকল)

Sand (বালু) Sands ( মরুভূমি)

Arm( বাহু) Arms (অস্ত্র)

Advice (উপদেশ) Advices (সংবাদ)

[ ভালো লাগলে শেয়ার করবেন ]

 ==================================

[[[[#বিগত_১০ম_থেকে_৩৮_তম_বিসিএস_এর__##সকল_Synonym_ও_Antonym_এর_আয়োজন]
[[[[[[[[[[[[[#Synonym]]]]]]]]]]]]]
#Franchise (ভোটাধিকার) -------- #privilege (নাগরিক অধিকার) [#৩৮তম]
#Appended (যোগকরা) -------- #joined(যোগকরা)[#৩৭তম বিসিএস]
#Alluring (লোভনীয়) ------- #tempting ( প্রলুব্ধ)[#৩৭তম]
#proviso (শর্ত) ---------- #Stipulation(পণ/শর্ত)
[#৩৭তম]
#venerate (সম্মান করা) ------- #Respect ( সম্মান করা) [#৩৬তম]
#Initiative(আরম্ভ) --------- #enterprise ( নতুন করে শুরু)
[#৩৫তম]
#Exponentialy(দ্রুত গতিতে বাড়া) ----- #Rapidly (দ্রুত গতিতে বাড়া) [#৩৫তম]
#periphery(শেষ সীমানা) ------- #Marginal areas(শেষ সীমানা) [#৩৫তম]
#Authoritarian(স্বৈরশাসক) ------ #Autocratic(স্বৈরাচারী)[৩১তম]
#permissive ( স্বাধীনচেতা) ------- #liberal (স্বাধীনচেতা) [#৩২তম]
#Succumb (দাখিল করা) ------- #submit (দাখিল করা) [#৩৩তম]
#Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ------- #Impromptu (পূর্বপ্রঃ)[#৩২তম]
#Menacing (ভৃতিকর) ---------- #Alarming (ভৃতিকর) [#৩২তমওউপজেলা থানা সুপারভাঃ২০১৫]
#Courteous (ভদ্র)-----#gracious (ভদ্র) [#৩২তম]
#Sporadic(বিক্ষিপ্ত) ------ #Scattered (বিক্ষিপ্ত)
[#৩১তম]
#Omnipotent(সর্বশক্তিমমান) ------- #Supreme( সর্বশক্তিমানন) [#৩১তম]
#Room --------------- Space [#৩১তম]
#Condemn(নিন্দা করা) ------- #Denounce(নিন্দাকরা)[#৩১তম]
#Improvement(বন্ধুসুলভ) -------- #Betterment
(বন্ধুসুলভ) [#৩১তম]
#pragmatic( প্রায়োগিক) ------#practical (প্রায়োগিক) [২৯তম]
#precedence (অগ্রাধিকার) ----- #priority(অগ্রাধিকার) [২৯তম]
#Disinterested (নিরপেক্ষ থাকা) ------ #Neutral
(নিরপেক্ষ)[#২৯তম]
#Bounty (মহত্ব) --------- #generosity (মহত্ব) [#২৭তম]
#Obese(স্থুলকায়) --------- #very_fat স্থুলকায়[#২৭তম]
#Magnanimous(মহানুভব) ------- #generous (মহানুভব)[#২৬তম]
#Obdurant(অবাধ্য) -------- #Stuborn( অবাধ্য)
[#২৪তম]
#Gullibe (বিশ্বাস প্রবণ) ---------- #willing_to_believe_Anyone( অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
#Viable(অর্থ করার যোগ্য) -------#that_can_be done [#২৪তম_বাতিলকৃত]
#Handy (উপকারী) ---------- #Useful(উপকারী)
[#২৪তম_বাতিলকৃত]
#Resentment(রাগ)------- #indignation (বিরক্তি)
[#২৩তম]
#Cohesive( দৃঢ়ভাব লেগে থাকা) -------- #Stick_together(লেগে থাকা)[#২০তম]
#Infringe( ভঙ্গ করা) ----------- #Transgress( ভঙ্গকরা)[#১৮তম]
#Brochure(ছোট পুস্তিকা) ---------- #pamphlet (ছোট পুস্তিকা)[#১৮তম]
#Equivocal (অস্পষ্ট) --------- #Mistaken (ভ্রান্ত)
[#১৮তম]
#Illusive ( অলীক/অবাস্তব) ----- #Not_certain
( অনিশ্চিত) [#১৮তম]
#Efface মুছে ফেলা ---------- #Rubout মুছে ফেলা
[#১৭তম]
#Intellectual(বুদ্ধিজীবী) ------- #intelligent(মেধাবী) [১৬তম]
#Wisdom শব্দের বাংলা অর্থ -- ------#প্রজ্ঞা
#Intrepid (সাহসী) ------------ #fearless(নির্ভীক)
[#১৫তম]
#Bootleg (চোরাচালান) ------- #Smuggle (চোরাচালান করা) [১৫তম]
#Incredible(অবিশ্বাস্য) -------- #Unbelievable( বিস্ময়কর)[#১৫তম]
#scuttle(পরিত্যাগ করা) ------ #Obscur(পরিত্যাগ করা) [#১৩ত্যাগ]
#belated (ধীর গতিতে চলা) ------ #tardy (ধীরগতিতে চলা)[#১৩তম]
#Sequences ( অনুস্বরণ করা) ------- #to_follow
(অনুস্বরণ করা)[#১৩তম]
#Competent (সক্ষম) ------- #capable (সক্ষম)
[#১০তম]
#Jovial(আমুদে) ------------ #Gay(হাসিখুসি)
[#১০তম]
#Incite(খেপানো) ------------- #Instigate (খেপানো)[#১১তম]
#Delude (প্রতারিত করা) ------ #Deceive(প্রতারণা করা) [#১২তম]
#in-offensive expression (সুভাষণ) ----
#euphemism(সুভাষণ) [#১৩তম]
[[[[[[[[[[[[[[[#Antonym]]]]]]]]]]]]]]]
#Frugal মিতব্যয়ী ------------ #Extravagant (অসংযত) [#৩৮তম]
#Honorable (অবৈতনিক) ------- #Salaried(বেতনভুক্ত) [#১১তম]
#Gentle (ভদ্র) ------------ #Rude(অভদ্র)[#১১তম]
#Supercilious (অহকংকারী) ----- #affable(বন্ধুত্বপূর্ণ) [#১৪তম]
#Indifference (অনীহা)-------- #ardour (উৎসাহ)
#Sluggish(ধীর) ------------- #Animated(প্রাণবন্ত)
[#১৭তম]
#Inimical (শত্রুভাবাপন্ন) ------ #Friendly (বন্ধুভাবাপন্ন)[#১৭তম]
#Recacitrant(অবাধ্য)----------- #Compliant(ভদ্র)
[#২৪তম]
#Liability(দায়) ----------- #assets(সম্পদ) [#৩১তম]
#Hate(ঘৃনা করা) ------------ #Admire(প্রশংসা করা) [#৩১তম]
#Repeal (বাতিল করা) -------- #Enact( আইনে পরিনত করা) [#৩১তম]
#Equity (ন্যায়পরায়নতা) ------- #Bias(পক্ষপাত)
[#৩১তম]
#Oblice(বাধ্য করা) ------------- #Bother(বিরক্তকরা) [#৩২তম]
#Cynical (নৈরাশ্যবাদী) ------- #Gullible(অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
#Initiative (প্রারাম্ভ) ---------- #apathy (অনীহা)
[#৩৬তম]
#transitory (ক্ষণস্থয়ী) ------- #permanent(স্থয়ী)
[#৩৬তম]
#Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ----- livenliness( কর্মতৎপর

 ==============================

 জোরে জোরে কথা বলা--Speaking loudly
.
আমতা আমতা করা -- Faltering in speaking
.
খিটখিটে মেজাজ-- Peevish Mood
.
কানে কানে কথা/কানাকানি করা-- Whispering.
.
কাতু কুতু দেওয়া -- To tickle
.
গুড়ি গুড়ি বৃষ্টি-- Drizzling
.
খাঁ খাঁ রৌদ্র -- Shimmering of sun
.
কনকনে শীত-- Biting Cold
.
খুতখুতে মন -- Overnice mind
.
খসখসে শরীর -- Rough Skin
.
ঘুটঘুটে অন্ধকার -- Pitch Darkness
.
দাউদাউ আগুন-- Burning Furiously
.
গনগনে আগুন-- Furiously Burning
.
গিজগিজ লোক-- Over crowded people
.
বকবকানি করা -- To gap
.
ঘ্যানঘ্যান করা -- To rag
.
খাই খাই করা -- To crave for food
.
হাতাহাতি করা -- To scuffle
.
টুকটুকে মেয়ে -- Pretty Girl
.
ছল ছল চোখ-- Moist with tears
.
ঝকঝকে পরিষ্কার -- Glitter Clean
.
চিক চিক বালি -- Glimmering Sands
.
ঝরঝর বৃষ্টি -- Incessant Rain
.
জ্বর জ্বর বোধ হওয়া -- Feverishness
.
কিলবিল জীবাণু -- Wriggling of germs
.
ছিপছিপে গড়ন -- Slim figure
.
টলটলে জল-- Wavy Water
.
ঢিলেঢালা জামা -- Slacky Shirt
.
ঢুলুঢুলু ঘুম -- Drowsy Sleep
.
মাথা ঝিমঝিম করা -- Feeling
Dizziness.
.
থোকা থোকা ফুল--- Bunch Of Flowers
.
থৈ থৈ পানি -- Water full to the brim
.
দপদপে আগুন-- Flicker Fire
.
ধপধপে সাদা -- Dazzling White
.
পদে পদে বিপদ -- Danger at every step.
.
ফ্যালফ্যাল চাহনি -- Looking Blank
.
লজ্জা লজ্জা ভাব -- Feeling Shyness
.
বুক ধরফর করা --- Vibrating pulse
.
প্যান প্যান করা -- To whimper
.
নিবু নিবু বাতি -- Dimming lamp
.
মিটমিটে আলো -- Dim light
.
মিটমিটে তারা --- Twinkling Star
.
মিটমিটে চোখ--- Spiteful Eyes
.
মিটমিটে শয়তান --- Disguised Hypocrite
.
স্যাঁতস্যাঁতে মেঝে -- Damp Floor.
.
লিকলিকে চেহারা --- Lean and thin figure.
.
লকলকে গাছ --- Slender tree
.
শতশত লোক -- Hundreds of people
.
ঝিরিঝিরি হাওয়া --- Gentle Breeze
.
ফকফকা জোৎস্না --- Bright moonlight
.
মচমচে বিস্কুট -- Crispy Biscuit
.
ফাকিজুকি করা -- Showing hanky-panky
.
হাড়ে হাড়ে দুষ্টু --- Wicked to the backbone

 

 

 

 ====================================

 

 1 Ad (বিজ্ঞাপন)              Add (যোগ করা)
3 Advice (উপদেশ)
4 Advise (উপদেশ দেওয়া)
5 Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া)
6 Adept (পারদর্শী / সুদক্ষ)
7 Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা)
8 Amend (সংশোধন করা / সংস্কার করা)
9 Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা)
10 Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা)
11 Apprise (জ্ঞাত করা / অবগত করান)
12 Accept (গ্রহন করা)
13 Except (ব্যতীত)
14 Aspect (দৃষ্টিভঙ্গি)
15 Expect (প্রত্যাশা করা)
16 Access (প্রবেশের অধিকার)
17 Excess (অতিরিক্ত)
18 Accede (রাজী হওয়া)
19 Exceed (অতিক্রম করা)
20 Ascent (আরহণ)
21 Assent (সম্মতি)
22 Assay (চেষ্টা করা / পরীক্ষা করা)
23 Essay (রচনা / প্রবন্ধ )
24 Affect (প্রভাব্ ফেলা)
25 Effect (ফল / পরিণতি)
26 Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর)
27 Accomplish (সম্পাদন করা / সমাধান করা )
28 Angle (কোণ / দৃষ্টি কোণ)
29 Angel (ফেরেস্তা / দেবদূত)
30 Allusion (উল্লেখ / ইঙ্গিত)
31 Illusion (বিভ্রম / ঘোর)
32 Along (বরাবর)
33 Alone (একাকী)
34 Altar (বেদী)
35 Alter (পরিবর্তন করা)
36 Allowed (অনুমতি)
37 Aloud (সশব্দে / উচ্চ স্বরে )
38 Allude (পরক্ষভাবে উল্লেখ করা)
39 Elude (এড়িয়ে যাওয়া)
40 Bad (খারাপ)
41 Bed (বিছানা)
42 Bag (থলে / ব্যাগ)
43 Beg (প্রার্থনা করা)
44 Bat (খেলার ব্যাট / বাদুর)
45 Bet (বাজি ধরা)
46 Beat (প্রহার করা / আঘাত করা)
47 Beet (বীট / এক প্রকার সবজী)
48 Bare (খালি / নগ্ন / নাঙ্গা)
49 Bear (বহন / সহ্য করা / ভালুক)
50 Beach (সমুদ্র উপকুল)
51 Beech (বৃক্ষ বিশেষ)
52 Breach (লঙ্ঘন)
53 Beside (পাশে / নিকটে)
54 Besides (অধিকন্তু / তাছাড়া)
55 Brake (যানবাহনের গতিরোধ করিবার যন্ত্র)
56 Break (বিরতি / ভেঙ্গে যাওয়া)
57 Bone (হাড়)
58 Boon (অনুগ্রহ)
59 Born (জন্মগত / স্বভাবসিদ্ধ)
60 Borne (জন্মদেওয়া / বাহিত)
61 Board (কাষ্ঠফলক /সরকারি বিভাগ )
62 Bored (উদাস / বিষণ্ণ)
63 Birth (জন্ম / সূত্রপাত)
64 Berth (জাহাজ /ট্রেনে ঘুমানোর আসন, নোঙ্গরস্থান)
65 Capital (রাজধানী / প্রধান শহর)
66 Capitol (সরকারী ভবন / আইনসভা ভবন)
67 Canon (কানুন / বিধি)
68 Cannon (বড় কামান )
69 Career (পেশা / অগ্রগতি)
70 Carrier (বাহক / বহনকারী)
71 Calendar (পজ্ঞিকা)
72 Calender (কাপড় ইস্ত্রীর যন্ত্র)
73 Council (পরিষদ / কমিটি )
74 Counsel (পরামর্শ / উপদেশ)
75 Confidant (অন্তরঙ্গ বন্ধু)
76 Confident (নিঃসংশয় / অতিবিশ্বাসী)
77 Complement (পূরক)
78 Compliment (প্রশংসা)
79 Contact (যোগাযোগ / সংযোগ)
80 Contract (চুক্তি / ঠিকা)
81 Corps (সৈন্যদল)
82 Corpse (মূতদেহ)
83 Coarse (সাদামাটা / মোটা)
84 Course (পথ / রুট)
85 Coma (অবচেতন অব্স্থা)
86 Comma (কমা / বিরাম চিহৃ)
87 Censure (নিন্দা / ভৎতসনা)
88 Censor (নিয়ন্ত্রণ / সম্পাদনা)
89 Currant (কিচমিচ)
90 Current (চলতি / প্রচলিত)
91 Childish (শিশু সূলব আচরণ)
92 Childlike (শিশুরমত সরল)
93 Check (নিয়ন্ত্রণ করা / পরীক্ষা করে দেখা)
94 Cheque (বাংকের চেক)
95 Custom (প্রথা)
96 Costume (পরিচ্ছেদ)
97 Dairy (দুগ্ধ খামার)
98 Diary (দিনলিপি / ডায়েরি)
99 Dear (প্রিয়)
100 Deer (হরিণ)
101 Deference (সশ্রদ্ধ বাধ্যতা / বশ্যতাস্বীকার)
102 Difference (পার্থক্য / ভিন্নতা / তফাৎ)
103 Different (বিভিন্ন / পৃথক / আলাদা)
104 Defer (স্থগিত রাখা / মুলতবি করা)
105 Differ (পৃথক হওয়া / ভিন্নমত হওয়া)
106 Defuse (নিরাপদে বিস্ফোরক অপসারণ)
107 Diffuse (বিকীর্ণ করা / ছড়ানো)
108 Device (যন্ত্র / নকশা)
109 Devise (উদ্ভাবন করা / উইল)
110 Desert (মরুভূমি)
111 Dessert (মিষ্টান্ন)
112 Die (মৃত্যুবরণ কর)
113 Dye (রং করা)
114 Disease (রোগ)
115 Decease (মৃত্যু)
116 Discreet (বিচক্ষণ)
117 Discrete (স্বতন্ত্র)
118 Dominate (আয়ত্তকরা)
119 Dominant (প্রভাবশালী)
120 Dual (দ্বৈত)
121 Duel (দ্বন্দ্ব)
122 Draft (খসড়া / মুসাবিদা)
123 Draught (এক চুমুকে / টানিয়া লত্তয়া)
124 Drought (খরা / অনাবৃষ্টি)
125 Envelop (মোড়ক দ্বারা আবৃত করা)
126 Envelope (খাম / মোড়ক)
127 Ensure (নিশ্চিত করা)
128 Insure (বীমা করা / নিরাপদ করা)
129 Eminent (বিশিষ্ট / প্রখ্যাত)
130 Imminent (আসন্ন)
131 Emerge (উত্থিত হওয়া)
132 Immerge (মুগ্ধ করা)
133 Elicit (প্রকাশ করা / টানিয়া বাহির করা)
134 Illicit (অবৈধ / নিষিদ্ধ)
135 Eligible (যোগ্য / উপযুক্ত)
136 Illegible (অস্পষ্ট / দুষ্পাঠ্য)
137 Fast (দ্রুত)
138 First (প্রথম)
139 Far (দূরবর্তী / দূরে)
140 Fur (পশম / পশুর লোম)
141 Fair (সুশ্রী / ন্যায্য / মেলা)
142 Fare (পাবলিক যানবাহন ভাড়া)
143 Farm (খামার / কৃষি চত্ত্বর)
144 Firm (দৃঢ় / ব্যবসা প্রতিষ্ঠান)
145 Farther (অধিক দূর / দূরবর্তী)
146 Further (আরও / অধিকতর)
147 Flash (আলোর ঝলক / বিদ্যুৎ চমকানি)
148 Flesh (মাংস / শারীরিক বৃত্তি)
149 Flu (ইনফ্লুঞ্জা)
150 Flue (চিমনী)
151 Flaw (ত্রুটি / খুঁত)
152 Form (গঠন / আকৃতি)
153 From (হইতে / থেকে)
154 Follow (অনুসরণ করা)
155 Flow (প্রবাহিত হওয়া)
156 Forbear (বিরত থাকা / রাখা)
157 Forebear (পূর্বপূরুষ)
158 Foreword (ভূমিকা / অনুক্রমণী)
159 Forward (অগ্রবর্তী / এগিয়ে যাওয়া)
160 Formerly (ইতিপূর্বে / সেকালে)
161 Formally (আনুষ্ঠানিকভাবে)
162 Flower (ফুল)
163 Flour (ময়দা)
164 Fraction(ভগ্নাংশ)
165 Friction (ঘষর্ণ /সংঘর্ষ)
166 Fiction (কল্পিত কাহিনী)
167 Faction (বিরোধ / দলাদলি)
168 Fussy (অত্যন্ত খুঁতখুতে)
169 Fuzzy (অস্পষ্ট / ঝাপসা)
170 Gender (লিঙ্গ /কোন ব্যক্তির পুংত্ত্ব বা স্ত্রী-ত্ব)
171 Gander (রাজহাঁস)
172 Gale (ঝড় / বাত্যা)
173 Goal (উদ্দেশ্য / লক্ষ্য)
174 Grate (ঘর্ষণ করা / বিরক্ত করা)
175 Great (মহান / বিশাল)
176 Gloss (চাকচিক্য / মসৃণ উজ্জলতা)
177 Gloze (দোষ ঢাকা / দোষ লাঘব করা)
178 Hang (ফাঁসি দেত্তয়া /সাময়িক কাযকারিতা হারানো)
179 Hung (ঝুলান / দেত্তয়ালে টাঙ্গান / উঁচুতে লাগানো)
180 Hard (কঠিন / শক্ত)
181 Herd (পশুর পাল / একত্র চালিত করা)
182 Hail (শিলাবৃষ্টি / তুষারবৃষ্টি)
183 Hale (সুস্থ / নীরোগ / শক্তিশালী)
184 Hole (গর্ত)
185 Whole (সমগ্র)
186 Hoard (গুপ্ত ভাণ্ডার /জমা করা )
187 Horde (বড় দল / যাযাবর জাতিবিশেষ)
188 Honorary (অবৈতনিক)
189 Honorarium (দক্ষিণা / সম্মানী)
190 Human (মানবীয়)
191 Humane (দয়ালু)
192 Historic (ইতিহাস প্রসৃদ্ধ)
193 Historical (ঐতিহাসিক)
194 Hear (শোনা / শ্রবণ)
195 Here (এখানে)
196 Instance (উদাহরণ / দৃষ্টান্ত)
197 Instant (ত্বরিত / তাত্ক্ষনিক)
198 Industrious (পরিশ্রমী)
199 Industrial (শিল্পসংক্রান্ত)
200 Indict (আইন অনুযায়ী অভিযুক্ত করা)
201 Indite (রচনা লেখা / চিঠি লেখা)
202 Immigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশ থেকে আগমনকারী / অভিবাসী)
203 Emigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশে গমনকারী / দেশান্তরী)
204 Jealous (হিংসা করা)
205 Zealous (প্রবল উদ্দিপনাপূর্ণ)
206 Karat (স্বর্ণের বিশুদ্ধতার একক)
207 Carat (মণিরত্নের মাপবিশেষ)
208 Carrot (গাজর)
209 Later (অধিকতর বিলেম্ব)
210 Latter (পরবর্তী)
211 Letter (চিঠি / বর্ণ)
212 Lay (শোয়ানো / স্থাপন করা / ডিমপাড়া)
213 Lie (মিথ্যা / শয়ন করা / হেলান দেত্তয়া)
214 Licence (অনুজ্ঞাপত্র)
215 License (অনুজ্ঞাপত্র দেত্তয়া)
216 Lessen (কমানো / হ্রাস করা)
217 Lesson (শিক্ষা / পাঠ দান)
218 Lifelong (আজীবন)
219 Livelong (সুদীর্ঘ)
220 Least (কমপক্ষে / অন্তত)
221 Lest (পাছে / নইলে)
222 Level (স্থর / সমতল)
223 Label (তথ্য সম্পর্কিত স্টিকার)
224 Leave (ত্যাগ করা / যাত্রা করা / ছুটি)
225 Live (বাস করা / জীবন্ত / সরাসরি)
226 Loss (ক্ষতি)
227 Lose (হারানো)
228 Loose (শিতিল)
229 Marry (বিয়ে করা)
230 Merry (প্রফুল্ল / হাসিখুশি)
231 Massage (মালিশ / অঙ্গমদর্ন)
232 Message (বার্তা / বাণী)
233 Main (প্রধান)
234 Mane (কেশর)
235 Meat (মাংস)
236 Meet (সাক্ষাত করা)
237 Meter (পরিমাপক / মিটার)
238 Metre (ছন্দ / মাত্রা)
239 Moral (নৈতিক)
240 Morale (মনোবল)
241 Miner (খনির শ্রমিক)
242 Minor (গৌণ / ছোট)
243 Naval (নৌবাহিনী-সংক্রান্ত / জাহাজী)
244 Navel (নাভি / কেন্দ্রবিন্দু)
245 Novel (উপন্যাস)
246 Nobel (নোবেল)
247 Noble (উন্নতচরিত্র)
248 Official (অফিসসম্বন্ধীয়)
249 Officious (অনধিকার চর্চা)
250 Ordinance (জারিকরা আদেশ / অধ্যাদেশ)
251 Ordnance (গোলাবারুদ / যুদ্ধাস্ত্র)
252 Opposite (বিরুদ্ধ / বিরোধী)
253 Apposite (যথায়োগ্য / প্রাসঙ্গিক)
254 Object (উদ্দেশ্য / কর্ম)
255 Abject (হতভাগা / নিতান্ত হীন)
256 Obstruct (ব্যাঘাত ঘটান / বাধা সূষ্টি করা)
257 Abstract (ভাববাচক / পৃথক্ করা)
258 Payroll (নিয়জিত কর্মচারির বেতনসহ তালিকা)
259 Parole (বন্দীর অঙ্গীকার / শর্তাধীন মুক্তি)
260 Part (অংশ / ভাগ)
261 Pert (অকালপক্ক / ধৃষ্ট)
262 Pair (জুড়ি / জোড়া)
263 Pare (ছাঁটা / কেটে ফেলা)
264 Peal (নিনাদ / উচ্চ শব্দ)
265 Peel (খোসা ছাড়ানো)
266 Pill (খাবার বড়ি)
267 Patrol (চৌকি)
268 Petrol (পেট্রল)
269 Personal (ব্যক্তিগত)
270 Personnel (নিয়জিত কর্মিবৃন্দ)
271 Personality (ব্যক্তিত্ব)
272 Personalty (ব্যক্তিগত সম্পত্তি)
273 Precede (পূর্ববর্তী হওয়া)
274 Proceed (অগ্রসর হত্তয়া)
275 Precedent ( পূর্ব নজির / দৃষ্টান্ত)
276 President (রাষ্ট্রপতি / সভাপতি)
277 Prevision (দূর দৃষ্টি / পূর্বজ্ঞান)
278 Provision (ব্যবস্থা করে দেয়া /বিধান)
279 Plain (সমভূমি / রূপসজ্জাহীন)
280 Plane (সমতল / উড়োজাহাজ)
281 Plunk (সশব্দে পড়ে যাওয়া)
282 Plank (তক্তা)
283 Peak (সরু উপরিভাগ / চূড়া শিখর)
284 Peek (উঁকি মারা)
285 Pray (প্রার্থনা করা)
286 Prey (শিকার / লুন্ঠন)
287 Principle (নীতি)
288 Principal (প্রধান)
289 Presence (উপস্থিতি / হাজির)
290 Presents (উপহার)
291 Prescribe (ব্যবস্থা দেওয়া / বিধান করা)
292 Proscribe (নিষেধাজ্ঞা / বর্জনীয়)
293 Prophecy (ভবিষ্যদ্বাণী)
294 Prophesy (ভবিষ্যদ্বাণী করা)
295 Physic (ঔষুধ / চিকিত্সাবিজ্ঞান)
296 Physics (প্রদার্থবিদ্যা)
297 Physique (দেহের গঠন)
298 Pan (কড়াই)
299 Pen (কলম)
300 Pat (মৃদু আঘাত করা / চাপড়ান)
301 Pet (প্রিয় / সযত্নে লালিত / পোষা)
302 Peace (শান্তি)
303 Piece (টুকরা)
304 Paper (কাগজ)
305 Pepper (মরিচ)
306 Person (ব্যক্তি)
307 Parson (পাদ্রী)
308 Populous (জনবহুল)
309 Popular (জনপ্রিয়)
310 Pity (করুণা / দয়া)
311 Piety (ভক্তি / ধার্মিকতা)
312 Practice (অনুশীলন)
313 Practise (অনুশীলন করা)
314 Quiet (শান্ত)
315 Quite (সম্পূর্ণভাবে)
316 Rash (চুলকানি / হঠকারী)
317 Rush (দ্রুত ছুটে যাওয়া / নলখাগড়া)
318 Rear (লালন পালন করা)
319 Rare (দূর্লভ)
320 Register (তালিকা বা রেকর্ড বই)
321 Registrar (নিবন্ধরক্ষক / নিয়ামক)
322 Refuge (আশ্রয়স্থল)
323 Refuse (প্রত্যাখ্যান করা)
324 Rise (উদিত হওয়া / ওঠা)
325 Raise (উত্থাপন করা / মানোন্নয়ন করা)
326 Role (ভূমিকা / চরিত্র)
327 Roll (নামের তালিকা / ক্রমিক)
328 Rout (ছত্রভঙ্গ করা / সম্পূর্ণ পরাজিত করা)
329 Route (নিত্য যাতায়াতের পথ / গন্তব্য / রুট)
330 Sale (বিক্রয়)
331 Sell (বিক্রয় করা)
332 Set (স্থাপন করা / ঠিক করা)
333 Sit (বসা / উপবেশন করা)
334 See (দেখা)
335 Sea (সমুদ্র)
336 Seen (দেখা / দৃষ্ট)
337 Scene (দৃশ্য / ঘটনাস্থল)
338 Secret (গোপন / গুপ্ত)
339 Secrete (গোপন করা / নিঃসৃত করা)
340 Session (অধিবেশন / সভা / বৈঠক)
341 Cession (স্বত্বত্যাগ / ছেড়ে দেওয়া)
342 Sight (দৃষ্টিশক্তি / দৃশ্য)
343 Site (নির্মাণ-ভূমি / জায়গা)
344 Cite (উল্লেখ করা / উদ্ধৃত করা)
345 Sweat (ঘাম)
346 Sweet (মিষ্টি)
347 Sometime (একদা)
348 Sometimes (কখনও কখনও)
349 Social (সামাজিক)
350 Sociable (মিশুক)
351 Soul (আত্না / প্রেরণাদাতা)
352 Sole (একমাত্র / জুতার তলি)
353 Steal (চুরি করা)
354 Steel (ইস্পাত / স্টীল)
355 Style (শৈলী / ধরণ)
356 Stile (প্রাচীরের সঙ্গে লাগানো মই)
357 Staff (প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী)
358 Stuff (উপাদান)
359 Story (গল্প / কাহিনী)
360 Storey (গৃহতল / তলা)
361 Straight (সোজা / সরল)
362 Strait (কঠোর / সঙ্কীর্ণ)
363 Stationary (স্থির / নিশ্চল)
364 Stationery (মনিহারী / স্টেশনারি)
365 Ship (সমুদ্রগামী জাহাজ)
366 Sheep (ভেড়া)
367 Suit (বিশেষ পোশাক / মকদ্দমা)
368 Suite (সেট / মানানসই / যন্ত্রসঙ্গীত)
369 Summary (সারাংশ / সংক্ষিপ্ত)
370 Summery (গ্রীষ্মের বৈশিষ্ট্যপূর্ণ)
371 Success (সফলতা)
372 Succeed (সফল হওয়া)
373 Special (বিশেষ / বিশিষ্ট / অসাধারণ)
374 Spatial (দূরত্বসংক্রান্ত / স্থান-সংক্রান্ত)
375 This (ইহা / এই)
376 These (এই সকল)
377 Their (তাদের)
378 There (সেখানে)
379 Then (পরে / তারপর / অতএব)
380 Than (চেয়ে / তুলনা বুঝাতে)
381 Taught (শেখানো)
382 Taut (শক্ত / আঁটো)
383 Tale (গল্প)
384 Tell (বলা)
385 Tail (লেজ / মুদ্রার উলটা দিক)
386 Test (পরীক্ষা)
387 Taste (স্বাদ)
388 Testy (খিটখিটে)
389 Tasty (সুস্বাদু)
390 Thrash (অত্যাধিক প্রহার করা)
391 Thresh (শস্য থেকে তুষ আলাদা করা)
392 Urban (শহুর সম্বন্ধীয় )
393 Urbane (ভদ্র ও রুচিশীল)
394 Unwanted (অনাবশ্যক / অবাঞ্চিত)
395 Unwonted (অনভ্যস্ত / বিরল)
396 Vacation (অবকাশ / ছুটি)
397 Vocation (পেশা / বৃত্তি)
398 Vertex (চূড়া / শীর্ষ)
399 Vortex (পানি বা বাতাশের ঘুরপাক গতি)
400 Vain (বৃথা / নিষ্ফল)
401 Vein (শিরা / ধমনী)
402 Wander (ঘুরে ঘুরে বেড়ানো)
403 Wonder (বিস্ময়)
404 Warship (রণতরী / যুদ্ধ-জাহাজ )
405 Worship (উপাসনা করা / পূজা করা)
406 Weak (দুর্বল / শক্তিহীন)
407 Week (সপ্তাহ)
408 Wick (পলতে / শলিত)
409 Wear (পরিধান করা)
410 Wire (তার)
411 Word (শব্দ / কখা)
412 Ward (ওয়ার্ড / এলাকা)
413 Wait (অপেক্ষা করা)
414 Wet (ভেজা / আর্দ্র)
415 Whole (সমগ্র)
416 Hole (গর্ত)
417 Weather (আবহাওয়া)
418 Whether (কিনা)
419 Write (লেখা / লিখা)
420 Right (শুদ্ধ / সঠিক)
421 Yolk (ডিমের কুসুম)
422 Yoke (জোয়াল / বশ্যতা)
////
সংগৃহীত

==================================================

Adjectives     Comparative    Superlative

Many                   More                 Most

Bad                     Worse              Worst

Good                  Better              Best

Able  Abler                Ablest

Handsome         Handsomer       Handsomest

Gentle               Gentler             Gentlest

Late  (time)        Later                  Latest

Late (order)       Latter                Last

Far (place)         Farther            Farthest

Far (time) Further            Furthest

Little (size)        Littler                Littlest

Little(amount)       Less           Least

Old                    Older                  Oldest

(when defining objects)

Old                   Elder                      Eldest

(when defining a person)

Strange                  Stranger           Strangest

Polite                        Politer             Politest

Few                         Fewer                Fewest

Friendly                   Friendlier           Friendliest

Kind                         Kinder                       Kindest

Safe                        Safer                       Safest

Simple                 Simpler                      Simplest

Sorry                  Sorrier                        Sorriest

True                   Truer                           Truest

Weird                     Weirder                   Weirdest

Dry                       Drier                           Driest




=============Word Verses======================

Acronym vs abbreviation

special vs especial


#Writing_Ornament_Episode

#Government_And_Political_Phrases

[ ২১৫ টা সরকার ও রাজনীতি বিষয়ক পরিভাষা। বিসিএস ও ব্যাংক রিটেনকে সাবলীল করার এক ক্ষুদ্র প্রয়াস। কপি করেন আর যাই করেন পেইজটা কে একটা ক্রেডিট দিয়েন ]

-----------------------------------

1. Government -- সরকার

.

2. Form / Structure of Government -- সরকার ব্যবস্থা

.

3. Classification of Government --সকারের শ্রেণীবিভাগ

.

4. Monarchy --রাজতন্ত্র

.

5. Tyranny --- স্বৈরতন্ত্র

.

6. Aristocracy -- অভিজাতন্ত্র

.

7. Oligarchy -- ধনীতন্ত্র / কুলীনতন্ত্র

.

8. Autocracy -- একনায়কতন্ত্র

.

9. Autonomous --- স্বয়াত্বশাসিত

.

10. Theocracy --- ধর্মশাসিত

.

11. Gerontocracy --- বয়স্কলোকদের দ্বারা শাসিত সরকার।

.

12. Technocracy --- বিজ্ঞানী ও গবেষকদের দ্বারা শাসিত সরকার

.

13. Democracy -- গণতন্ত্র

.

14. Democratic government -- গণতান্ত্রিক সরকার

.

15. Republic government -- প্রজাতান্ত্রিক সরকার

.

16. Parliamentary Government / Cabinet Government -- মন্ত্রীপরিষদ শাসিত সরকার

.

17. Presidential Government -- রাষ্ট্রপতি শাসিত সরকার

.

18. Unitary Government -- এককেন্দ্রিক সরকার

.

19. Federal government -- যুক্তরাষ্ট্রীয় সরকার

.

20. Provincial Government -- প্রাদেশিক সরকার

.

21. Federation -- যুক্তরাষ্ট্র

.

22. Direct Democracy --- প্রত্যক্ষ গনতন্ত্র

.

23. Representative Democracy -- পরোক্ষ গনতন্ত্র

.

24. Referendum -- গণভোগ/গণনির্দেশ

.

25. Plebiscite --- জনমত নির্ধারণ

.

26. Dictatorship --- একনায়কতন্ত্র

.

27. Fascism -- ফ্যাসিবাদ

.

28. Anarchy --- নৈরাজ্য

.

29. Anarchist -- নৈরাজ্যবাদী

.

30. Despot -- স্বৈরশাসক

.

31. Potentate --- একক ক্ষমতার অধিকারী

.

32. Tyrannical --- স্বৈরচারী

.

33. Apolitical -- রাজনৈতিক ব্যাপারে উদাসীন

.

35. Regime -- শাসনব্যবস্থা

.

36. Polity -- রাষ্ট্রপ্রশাসনব্যবস্থা

.

37. Absolute Monarchy -- অসীম রাজতন্ত্র

.

38. Socialism --- সমাজন্ত্রবাদ

.

39. Socialist Government -- সমাজতান্ত্রিক সরকার

.

40. Military Government --- সামরিক সরকার

.

41. Marital Law -- সামরিক আইন

.

42. Puissance -- প্রভাবান্বিত করার ক্ষমতা

.

43. Magisterial -- কর্তৃত্বপূর্ণ

.

45. Technocrat -- রাজনৈতিক সমর্থন পুষ্ট বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ / কারিগর

.

46. Subvert -- সরকার বিরোধিতা করা

.

47. Incumbent --- রাজনৈতিক দপ্তর সংক্রান্ত

.

48. Interregnum --- অন্তর্বর্তীকালীন রাজত্ব

.

50. Authoritative Department --- কর্তৃত্বমূলক অধিদপ্তর

.

51. Suffrage -- ভোটাধিকার

.

52. Constituency -- নির্বাচনী এলাকা

.

53. Constituent -- ভোটার

.

54. Military Coup -- সামরিক অভ্যুত্থান

.

55. Partisan --- পক্ষাবলম্বী

.

56. Bipartisan -- দ্বিদলীয়

.

57. Multiparty democracy -- বহুদলীয় গণতন্ত্র।

.

58. Hurdles to the best government -- উত্তম সরকারের পথের অন্তরায় সমুহ

.

60. Different organs of Government -- সরকারে অঙ্গ সমুহ

.

61. The Judiciary -- বিচারবিভাগ

.

62. The executive -- শাসন বিভাগ

.

63. The Legislatures -- আইনবিভাগ

.

64. Function of the judiciary -- বিচার বিভাগের কার্যাবলী

.

65. Transparency of Judiciary -- বিচার বিভাগের স্বচ্ছতা

.

66. Independence of Judiciary -- বিচারবিভাগের স্বাধীনতা

.

67. Separation of Judiciary from executive -- প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণ

.

68. Affidavit -- হলফ নামা

.

69. Subpoena -- সাক্ষী হাজির হওয়ার জন্য তলবনামা

.

70. Unicameral legislature -- এক কক্ষবিশিষ্ট আইনসভা

.

71. Bicameral Legislature -- দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা।

.

72. Rule making Function -- আইন প্রণয়নের কাজ

.

73. Rule application function -- আইন প্রয়োগের কাজ

.

74. Rule Adjudication Function --- বিচারকাজ পরিচালনা ও শাস্তি বিধান

.

75. Policy Maker -- নীতিনির্ধারক

.

76. Plural Executive --- সমষ্টিগত শাসক

.

77. Tribunal -- বিচারসভা

.

78. Jurisprudence --- আইনশাস্ত্র

.

79. Arrest Warrant -- গ্রেপ্তারি পরোয়ানা

.

80. Writ -- আইনি পরোয়ানা

.

81. Judicature -- বিচারব্যবস্থা

.

82. Judicious -- সুবিচারপূর্ণ

.

83. Statutory -- সংবিধিবদ্ধ

.

84. Legislation -- আইনপ্রণয়ন

.

85. Legislate --- আইনপ্রণয়ন করা

.

86. Legitimate -- বৈধতা, আইনসম্মত

.

90.Equity -- ন্যায়বিচার

.

91. Imprison -- কারারুদ্ধ

.

92. Extradition -- কয়েদি হস্তান্তর

.

93. War criminal -- যুদ্ধাপরাধী

.

94. Quisling -- রাজাকার

.

95. Apprehend -- গ্রফতার করা

.

96. Acquittal --- বেকসুর খালাস

.

97. Felony -- গুরুতর অপরাধ

.

98. Moratorium /Abeyance -- মূলতবী

.

99. Transgress -- আইন লংঘন করা

.

100. Minor crime -- লঘু অপরাধ

.

101. Coalition Government -- জোট সরকার

.

102. To hold protest rallies against tyranny -- স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবে ও মিছিল।

.

103. Lahore Resolution -- লাহোর প্রস্তাব

.

105. Six point demand -- ছয় দফা দাবী

.

106. Provincial legislative election --- প্রাদেশিক আইনসভার নির্বাচন

.

107. Two nations theory --- দ্বিজাতিতত্ত্ব

.

108. Cabinet Mission -- মন্ত্রীসভা পরিকল্পনা

.

109. United front ministry --- যুক্তফ্রন্ট মন্ত্রীসভা

.

110. Palace Intrigue --- প্রাসাদ ষড়যন্ত্র

.

111. Basic Democracy Ordinance -- মৌলিক গনতন্ত্র অধ্যাদেশ

.

112. Economic Disparity in East Bengal -- পূর্ব বাংলায় অর্থনৈতিক বৈষম্য

.

113. Mass Upheaval -- গণ অভ্যুত্থান

.

114. Military upsurge - সামরিক অভ্যুত্থান।

.

115. Multiparty Politics -- বহুদলীয় রাজনীতি।

.

116. Multiparty democracy -- বহুদলীয় গণতন্ত্র।

.

117. Mutual Cooperation -- পারস্পরিক সহযোগীতা

.

118. Mutual Mistrust -- পারস্পরিক অবিশ্বাস।

119. Press Conference /Release -- সংবাদ সম্মেলন / বিজ্ঞপ্তি।

.

120. Political Alliance -- রাজনৈতিক জোট।

.

121. Spasmodic communal riot -- আকস্মিক সাম্প্রদায়িক দাঙ্গা

.

122. Sporadic attack and counter chase -- বিক্ষিপ্ত ধাওয়া পালটা ধাওয়া।

.

123. Mass hunger strike -- গণঅনশন ধর্মঘট।

.

125. Local elites -- স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

.

136. Internal strife -- দলীয় অন্তঃকোন্দল

137. Issuing section 144 -- ১৪৪ ধারা জারি।

138. Home minister -- স্বরাষ্ট্রমন্ত্রী

.

139. State Minister for Home -- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

.

140. Raid of Plainclothes police -- সাদা পোষাকদারী পুলিশের তল্লাশী।

.

145. Repercussion of verdict - রায়ের পালটা প্রতিক্রিয়া।

.

146. Total Disregard and betrayal of constitution - সংবিধানের সম্পুর্ণ অবমাননা এবং

বিশ্বাসঘাতকতা

.

147. Apprehended accused - গ্রেপ্তারকৃত আসামী।

148. Went into hiding for apprehension - গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দেয়া।.

.

149. Swoop on broad day light - প্রকাশ্য দিবালোকে অতর্কিত হামলা করা।

.

150. Mass Beating to Death - গণ পিটুনিতে মৃত্যু।

.

151. Resources to forgery --- জালিয়াতির আশ্রয় নেয়।

.

152. Abducted Businessman - অপহৃত ব্যবসায়ী।

.

153. Intrude in Court's premise - আদালত চত্বরে অবৈধভাবে প্রবেশ করা।

.

154. Go on Rampage Haphazardly - এলোপাথাড়ি ভাংচুর করা।

.

155. Deploying police in the spot - ঘটনাস্থলে পুলিশ মোতায়েন।

.

156. Political Affiliation -- রাজনৈতিক সংশ্লিষ্টতা

157. Political upsurge -- রাজনৈতিক উত্থান।

158. Politics of Vengeance and vendetta --- প্রতিহিংসার ও প্রতিশোধের রাজনীতি ।

.

159. Politics of Hartal & repression -- হরতাল ও নির্যাতনের রাজনীতি।

.

160. Political turmoil/Relentless -- রাজনৈতিক অস্থিতিশীলতা / অস্থিরতা

.

161. Public Administration -- লোক প্রশাসন।

162. Location Administration -- স্থানীয় সরকার।

.

163. Political Insight -- রাজনৈতিক দুরদর্শিতা।

164. Autonomous body -- স্বায়ত্তশাসিত প্রতিষ্টান।

.

165. Politically Motivated -- রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

.

166. Political Feud -- রাজনৈতিক কোন্দল।

.

167. Political Violence -- রাজনৈতিক সহিংসতা।

.

168. Political pressure and persecution -- রাজনৈতিক চাপ ও নির্যাতন।

.

169. Stage Demonstration -- বিক্ষোভ প্রদর্শন।

.

170. Ruling party -- শাসকদল।

.

171. Party in Opposition -- বিরোধীদল।

.

172. Unconditional Withdraw of troops -- নি:শর্ত সৈন্য প্রত্যাহার।

.

173. Peace loving people -- শান্তিকামী মানুষ।

.

174. Peace talk --- শান্তি আলোচনা।

.

175. Bilateral Discussion -- দ্বিপাক্ষিক আলোচনা।

.

176. Peace Accord / Agreement -- শান্তিচুক্তি।

.

177. Self Contradictory Statement of Government/ Party in Opposition --- সরকারের / বিরোধী দলের স্ববিরোধী বক্তব্য।

.

178. Tragic Accident -- মর্মান্তিক দুর্ঘটনা।

.

179. Judicial Killing -- আইনি প্রক্রিয়ায় হত্যা।

.

180. Tarnishing image of the government -- সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরণ।

.

181. Token Hunger Strike -- প্রতিকী অনশন ধর্মঘট।

.

182. Mass upsurge --- গণঅঅভ্যুত্থান

.

183. Foiling the blue print of conspiracy -- ষড়যন্ত্রের নীল নকশা নস্যাৎকরণ

184. Communal Politics -- সাম্প্রদায়িক রাজনীতি

185. Mass Media -- গনমাধ্যম

.

186. Mass Communication -- গণযোগাযোগ।

.

187 . Mass Movement -- গণ আন্দোলন।

.

188. Noncooperation Movement - অসহযোগ আন্দোলন।

.

189. Ensue as the backlash of controversy - বিতর্কের জেড় ধরে সুত্রপাত হওয়া।

190. Prompt Action - তাৎক্ষণিক পদক্ষেপ।

191. Stringent action - কঠোর পদক্ষেপ।

.

192. Zero Tolerance - কোন ছাড় না দেয়া।

.

193. Absconding Accused - ফেরারি আসামী।

194. Faction clash on Centering the issue of forthcoming election - আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল।

.

195. Further Deterioration of Law enforcing agencies - আইন প্রয়োগকারী সংস্থা গুলোর আরো অবনতি।

.

196.. Aggravate the situation - অবস্থার অবনতি করা।

.

197. National Consensus - জাতীয় ঐক্য।

.

198. Digital security act 2018 - ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮।

.

199. Political Sanctions -- রাজনৈতিক নিষেধাজ্ঞা।

.

200. Brutally Killed - নৃশংসভাবে হত্যা।

.

201. Abuse / Malpractice of political power - রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার।

202. On the condition of Anonymity - নাম প্রকাশ না করার শর্তে।

.

203. Distorting History - বিকৃত ইতিহাস.

204. Derogatory information - অবমাননাকর তথ্য।.

.

205. To file a defaming case -- মানহানির মামলা করা।

.

206. Defamation of the father of nation --- জাতির পিতার অবমাননা।

.

207. Exemplary Punishment - দৃষ্টান্তমুলক শাস্তি।

.

208. Submitting memoranda to Deputy commissioner - জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা।

.

209. Derogatory information - অবমাননাকর তথ্য।

.

210. Curb stringently - শক্তভাবে দমন করা।

.

211. Anti state activities --- রাষ্ট্র বিরোধী কার্যকলাপ

.

212. Against a backdrop -- তীব্র উত্তেজনার মধ্যে

.

213. Military Crackdown --- সামরিক সাঁড়াশী অভিযান

.

214. Extremist Political Group -- চরমপন্থি রাজনৈতিক দল

.

215. Hard - earned democracy -- কষ্টার্জিত গণতন্ত্র

[ Next Episode :- Good Governance & Election ]

.

-------------লিখেছেন----------

চৌধুরী আবুল হাসান মাসুম

সহকারী পরিচালক (Rec..)

বাংলাদেশ ব্যাংক



++++++++++++++++++++++++++++++++++++++++++



✔Hand-হাত,Some-কিছু কিন্তু Handsome-সুদর্শন।

✔With- সাথে,Stand-দঁড়ানো কিন্তু Withstand-প্রতিরোধ করা।

✔Stand-দঁড়ানো,In-ভিতর কিন্তু Standin-প্রতিনিধি

✔Egg-ডিম, apple-আপেল কিন্তু Eggapple-বেগুন

✔Word-শব্দ,play-খেলা কিন্তু Wordplay-বুদ্ধিদীপ্ত

✔Earth-পৃথিবী, worm-পোকা/কীট কিন্তু Earthworm-কেঁচো।

✔Work-কাজ,shop-দোকান কিন্তু Workshop-কারখানা

✔Spar-দীর্ঘ কাষ্ঠখন্ড,row-সারি/ শ্রেণী কিন্তু Sparrow-চড়ুইপাখি।

✔Feat-সাহসিক কার্য,Her-তার কিন্তু Feather-পাখির পালক।

✔Watch-ঘড়ি,man-মানুষ কিন্তু Watchman-চৌকিদ্বার/প্রহরী।

✔Lo-দেখ,an-একটি কিন্তু Loan-ঋণ।

✔Out-বাহির,turn-ঘোরানো/

উল্টানো কিন্তু Outturn-উৎপাদন।

✔Ten-দশ,ant-পিঁপড়া কিন্তু Tenant- প্রজা

✔He-সে/তার,art-শিল্পকর্ম/ কলাকৌশল কিন্তু Heart-হৃদয়।

✔To-প্রতি,ken-জানা কিন্তু Token- চিহ্ন/নিদর্শন।

✔Out-বাহির,cast-নিক্ষেপ কিন্তু Outcast- সমাজচ্যুত।

✔Block-কাঠের খোদায়,head-মাথা কিন্তু Blockhead- নির্বোধ ব্যক্তি।

✔Red-লাল,act-কাজ কিন্তু Redact- সম্পাদনা।





Zannatul Ferdhus > ‎BCS : OUR GOAL ( ENGLISH VERSION)

ইংরেজির কিছু মজার মজার তথ্য:

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification

2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত

সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80

3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে

( a-e-i-o-u) আছে।

8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে (

u-o-i-e-a) আছে।

19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet

25. It is raining.

26. Bristi is reading.

27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে

28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।

29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed

31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous ,

stupendous , hazardous

33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়।

সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।

41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

Mahbub Shakil

=========≠========================

Kawser Ahmed Ovi > ‎BCS : OUR GOAL ( ENGLISH VERSION)

বন্ধুদের সাথে কথপকথনে ব্যবহার.....

কি আস্পর্ধা! - How dare !

কি দুঃখ! - What a pity!

কি বাজে বকো! - What nonsense!

কি বুদ্ধি! - What an idea!

কি ভীষণ/ কি ভয়ানক! - How terrible!

কি মিষ্টি! - How sweet!

কি লজ্জার কথা! - What a shame!

নিচে যাও - Go down.

নিশ্চয়ই! - Of course!

নেমে যাও/ নামো - Get down.

বলো - Speak.

এখনি যাও - Go at once.

এখান থেকে চলে যাও - Go away.

এখানে অপেক্ষা কর - Wait here.

এখানে থামো - Stop here.

এটাকে ভেঙো না - Don’t break it.

এদিকে এসো - Come here.

এদিকে দেখো - Look here.

ওরে বাবা! - Oh dear!

কখনই নয় - No, not at all.

কি লজ্জার কথা! - What a shame!

কি সুন্দর! - How lovely!

কেন হবেনা? / কেন নয়? - Why not?

খুব খুশির খবর! - How joyful!

খুব দুঃখের ব্যাপার! - How sad!

খুবই সুন্দর! - Excellent!

চুপ কর - Keep quiet.

চুপ করুন! - Quiet please/ please keep quiet!

ছিঃ খুব পরিতাপের বিষয়! - How disgraceful!

ছিঃ! - How disgusting!

ঠিক আছে - It’s all right.

ঠিক আছে - It’s fine.

ঠিকই তো! - Yes, it is!

তাই নাকি! - Is it so!

তাড়াতাড়ি কর/ চল! - Hurry up!


===========

19/02/2018

TDS Vocabulary and GK:

__________________________

1. anomalies in recruitment - নিয়োগে অনিয়ম ( disorder, obliquity)

2. meddling in election - নির্বাচনে হস্তক্ষেপ ( trespass, intervene)
3. Indictment against one - কারো বিরুদ্ধে অভিযোগ ( allegation, accusation)

4. hoax in social media - সামাজিক মাধ্যমে ধোকা বা ফাঁকিবাজি ( bewilderment, deception)

5. mass exodus - ব্যাপক বা দলবদ্ধ যাত্রা/গমন ( march, passage)
6. blistering attack - বাক্যবিনিময়ে আক্রমণ
7. tormenting someone - কাউকে নির্যাতন করা ( persecute, oppress)
8. folly of bailing out - জামিন দেয়ার মূর্খতা বা বোকামি ( imbecility, ignorance)
9. flouting of rules - নিয়মের অবজ্ঞা করা ( disdain, profane)
10. Recapitalization of banks - ব্যাংকে পুনঃঅর্থায়ন করা
11. dubious parties - দ্বিধাগ্রস্ত, সন্দেহপূর্ণ দল
12. plunder of money - অর্থ লুঠপাট করা
13. preaching religious statement - ধর্মীয় ধারনা প্রচার করা
14. ethnic affinities - জাতিগত বা বংশগত মিল
15. to stir trouble - উত্তেজনাকে নাড়া দেয়া বা আলোড়িত করা ( agitate, ponder)
16. bane of problems - সমস্যার অভিশাপ (curse, malediction)
17. outrageous remarks - সাংঘাতিক বা যাচ্ছেতাই মন্তব্য
18. geopolitical tussle - ভূরাজনৈতিক অস্থিরতা
19. fractured world - চিড় ধরা বা ভেঙে পড়া বিশ্ব
20. drumbeat of nationalism - জাতীয়তাবাদের ডঙ্কা (trumpet)
21. gross dereliction - ব্যাপক কর্তব্য অবহেলা
22. further procrastination - আরো দীর্ঘসূত্রতা (tardiness)
23. to exonerate - পুনর্বাসন করা (resettle, rehabilitate)
#GK
1. Japanese govt want to invest for second Padma bridge and second Metro rail project.
2. UK has withdrawn it's ban on direct cargo flights from Dhaka to London on 18 February.
3. Iranian plane "EP3704" crashed with 66 passengers into the Zagros mountain.
4. second padma bridge will be 6.1km long which links Paturia to Goalondo.
5. "Lufthanasa" is the national airlines of Germany.
6. The trade deficit in current fiscal year is USD 8.62 billion.
7. Houthi rebels are of Yemen who are fighting against soudi Arabia.
8. Armenia and Azerbaijan has conflict over Nagorno-Karabakh, an Armenian enclave in Azerbaijan.
9. Azerbaijan is pro Saudi Arabia while Armenia is pro-Iranian.
10. US national security adviser is HR McMaster.
11. The Holocaust that was the murder of European Jewish people was happened in Gestapo, a city of Poland.
12. Bangladesh has entered into 4G era on 19th February, 2018

No comments:

Post a Comment

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান #১ম অধ্যায়(১-৬০) #২য় অধ্যায়

# ১ম অধ্যায়(১-৬০)। ১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%। ২।খাদ্যের উপাদান - ৬টি। ৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড। ৪।মানব...

Trending