Pages

Bangladesh

 

 

#৫০টি___GK___
০১| ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার অপারেশনের কোড নাম কী ছিল?
>>>অপারেশন বিগ বার্ড
০২| মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে?
>>>ব্যারিস্টার আমীর-উল-ইসলাম
০৩| মুজিবনগর স্মৃতিসৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়াল কোন অর্থ বহন করে?
>>>২৩ বছরের বঞ্চনার ইতিহাস
০৪| সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে?
>>>সিপাহী হামিদুর রহমান
০৫| ২২ জুলাই ১৯৭১ সালে ভারতের কোনাবন অঞ্চলকে প্রথম কোন গোলন্দাজ ইউনিট গঠিত হয়?
>>>মুজিব ব্যাটারী
০৬| বীরশ্রেষ্ঠদের উপাধী দিয়ে সরকার গেজেট প্রকাশ করে কবে?
>>>১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে
০৭| যৌথ কমান্ডের আক্রমণে পাকিস্তানী বিমান বাহিনির সবগুলো বিমান ধ্বংস হয় কবে?
>>>৪ ডিসেম্বর ১৯৭১ সালে
০৮| বঙ্গবন্ধুকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে?
>>>৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে ফায়জালাবাদ জেল,পাকিস্তান
০৯| ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু কতটি আসন পেয়েছিল?
>>>২৮৮টি
১০| বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য অনশন করেছিল কে?
>>>আনা টেইলার (হোয়াইট হাউজের সামনে)
১১| স্বাধীন বাংলা ফুটবল দল কবে গঠিত হয়?
>>>১৯৭১ সালে
১২| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হোন কত সালে?
>>>৫ জুন,১৯৫৫ সালে
১৩| বঙ্গবন্ধু পূর্ব বাংলার নাম "বাংলাদেশ"করেন কবে?
>>>৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
১৪| বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা সংবিধানের কততম সংশোধনীতে অন্তভুক্ত করা হয়?
>>>পঞ্চদশের ৬ষ্ঠ তফসিল
১৫| স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয় কবে?
>>>২৮ মার্চ ১৯৭১ সালে
১৬| ২ নং সেক্টরের সেক্টর প্রধান কে ছিলেন?
>>>খালেদ মোশাররফ ও হায়দার
১৭| আ.স.ম আব্দুর রব কবে বাংলাদেশের পতাকা উত্তলন করেন?
>>>২ মার্চে
১৮| কোথায় বঙ্গবন্ধুর মান মন্দির নির্মাণ করা হবে?
>>>ফরিদপুরের ভাঙ্গায়।
১৯| বাংলা ভাষায় কথা বলে এরূপ... জনসংখ্যায় বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
>>>৬ষ্ঠ
(পাঠ্যবইতে ৪র্থ)
২০| মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে?
>>>বিমান মল্লিক
২১| বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় অবস্থিত?
>>>হাকিমপুরের দিনাজপুরে
২২| বর্তমানে বাংলাদেশ কতটি দেশ থেকে জিএসপি সুবিধা পায়?
>>>৩৮টি
২৩| চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রীসের রাষ্ট্রদূত কে ছিলেন?
>>>মেগাস্থিনিস
২৪| মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকার নাম কী?
>>>জয় বাংলা
২৫| মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে?
>>>শিব নারায়ণ দাস
নোট Md. Ramjan
২৬| রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে (ডিসেম্বর ২০১৯ পর্যন্ত) কত?
>>১০ম
২৭| বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে কোথায়?
>>চট্টগ্রামে
২৮| স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
>>বিজ্ঞানী ড. আবদুল খালেক(১৯৮৭) সালে
২৯| বাংলাদেশের প্রথম রাবার বাগান করা হয় কোথায়?
>>কক্সবাজারের রামুতে
৩০| বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
>>ময়মনসিংহে
৩১| বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কী?
>>তিস্তা সেচ প্রকল্প
৩২| বাংলাদেশে মারাঠি বা বর্গি দমনে সবচেয়ে বেশি অবদান রেখেছে কে?
>>নবাব আলীবর্দী খান
৩৩| মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দরের নাম কী?
>>টেকনাফ,কক্সবাজার
৩৪| বাংলাদেশের প্রথম চিনিকল কোথায় অবস্থিত?
>>নর্থবেঙ্গল চিনিকল,গোপালপুর, নাটোরে অবস্থিত।
৩৫| বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ এর নাম কী?
>>উত্তরা EPZ (নীলফামারীতে)
৩৬| ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
>>৮.২০%
৩৭| ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতি কত?
>>৫.৫%
৩৮| চিন্তা-বিবেক-বাক স্বাধীনতার কথা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
>>৩৯ নং
৩৯| কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের নাগরিক "বাংলাদেশি"বলে পরিচিত?
>>৬(২) অনুচ্ছেদ বলে
৪০| সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান বলা হয়েছে কত নং অনুচ্ছেদে?
>>২৭ নং
৪১| রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করে কত নং অনুচ্ছেদ বলে?
>>৪৯ নং
৪২| "সিয়াচেন হিমবাহ"কী?
>>কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গণ
৪৩| ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব কত দিন ছিল?
>>৬ দিন
৪৪| বিশ্বে কার্বন ও ধুমপানমুক্ত প্রথম দেশ কোনটি?
>>ভুটান
৪৫| ২০২০ সালে সপ্তম আইসিসি ওয়াল্ডকাপ টি২০ কোথায় অনুষ্ঠিত হবে?
>>অস্ট্রেলিয়ায়
৪৬| ভারত ও নেপালের মধ্যে অমিমাংসিত ভূ-খণ্ডের নাম কী?
>>কালাপানি
৪৭| পার্বত্য চট্টগ্রামে কতটি উপজাতি বাস করে?
>>১১টি
৪৮| বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্র কতটি?
>>১৫টি
৪৯| গ্রিনহাউজ শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেন?
>>১৮৯৬ সালে সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস
৫০| নিচের সংস্থাগুলোর বর্তমান সদস্য দেশ?
>>OPEC_______১৪টি
>>NATO_______২৯টি
>>IPU_________১৭৯টি
>>NAM_______১২০টি
>>কমনওয়েলথ___৫৩টি

(তথ্যসূত্র:কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর-১৯)

বাংলাদেশের ফুসফুস বলা হয়?
► সুন্দরবনকে
❁ 'বলিশিরা ভ্যালি' অবস্থিত?
► মৌলভীবাজার জেলায়
❁ হালদা ভ্যালি অবস্থিত?
► খাগড়াছড়ি
❁ "নাপিত খালি ভ্যালি" অবস্থিত?
► কক্সবাজার
❁ সাঙ্গু ভ্যালি অবস্থিত?
► চট্টগ্রাম
❁ মাইনমুখী ভ্যালি অবস্থিত?
► রাঙামাটি জেলায়
❁ কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির
উপত্যকাকে বলে --
► ভেঙ্গি ভ্যালি
❁ বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায়
না?
► মালভূমি
❁ হিমালয়ের কন্যা বলা হয় ---
► পঞ্চগড়কে
❁ বাংলাদেশের আমাজান বলা হয়--
► রাতারগুল বন,সিলেটকে ।
❁ কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
► তুলা গাছকে
❁ প্রকৃতির কন্যা বলা হয় --
► জাফলং,সিলেটকে।
❁ সৌন্দর্যের লীলাভূমি বলা হয় --
► রাঙামাটিকে
❁ রাঙামাটির ছাদ বলা হয় --
► সাজেক ভ্যালিকে
❁ পাহাড়ি কন্যা বলা হয়--
► বান্দরবানকে
❁ প্রাচ্যের ডান্ডি বলা হয় --
► নারায়নগঞ্জকে
❁ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়?
► চট্টগ্রামকে
❁ ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
► সিলেটকে
❁ ১২ আউলিয়ার দেশ বলা হয়?
► চট্টগ্রামকে
❁ শীতল পানির ঝর্ণা অবস্থিত?
► কক্সবাজার
❁ গরম পানির ঝর্ণা অবস্থিত?
► সীতাকুণ্ড
❁ বাংলার ভেনিস/ বাংলার শস্যভান্ডার
বলা হয়?
► বরিশালকে
❁ দ্বীপের রাণী বলা হয়?
► ভোলাকে
❁ প্রকৃতির রাণী বলা হয়?
► খাগড়াছড়িকে
❁ ময়মনসিংহ বিভাগের ক্ষুদ্রতম জেলা
কোনটি?
► শেরপুর

 

Toma Lika #কোয়েশ্চনঃ ৪ ★ ওসমানীর #অাত্মসমর্পণ অনুষ্ঠানে #অনুপস্থিতি > ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের দিন জেনারেল এম এ জি ওসমানী কেন #উপস্থিত ছিলেন না? স্যার, জেনারেল এম.এ.জি ওসমানী তখনকার সময় নিজেই এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। ২ টা #পয়েন্টে তিনি সেটা উল্লেখ করেছেন। তাঁর জবানীতে- "নাম্বার ওয়ান- পাকিস্তানি সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে, আমি জানতাম না। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের আত্মসমর্পণের প্রস্তাব এসেছে।’ জেনারেল ওসমানী অারও বলেন ‘নাম্বার টু- ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, এই সশস্ত্র যুদ্ধ ভারত-বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশ। সত্যি কথা আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনও নিয়মিত সেনাবাহিনীর সেনাপ্রধানও নই। আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না। কারণ, বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনও দেশ নয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা। জেনারেল মানেকশ গেলে তার সঙ্গে আমার যাওয়ার প্রশ্ন উঠতো। সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশের সমান। সেখানে জেনারেল মানেকশের অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফরসঙ্গী আমি হতে পারি না। এটা দেমাগের কথা নয়, এটা প্রটোকলের ব্যাপার।" > পাকিস্তানী বাহিনী #মুক্তিবাহিনীর কাছে অাত্মসমর্পণ না করে #যৌথবাহিনীর কাছে অাত্নসমর্পন করেছে কেন? স্যার, দেওয়ান ফরিদ গাজীর এক প্রশ্নের জবাবে জেনারেল এম.এ. জি ওসমানী এর দারুণ ব্যাখ্যা দিয়েছে। তাঁর জবানীতে- ‘যুদ্ধ-বিগ্রহ, জয়-পরাজয়, আত্মসমর্পণ সম্পর্কে জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক নীতিমালা আছে। জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো যুদ্ধ-বিগ্রহ, জয়-পরাজয়, আত্মসমর্পণ ইত্যাদির ব্যাপারে এ নীতিমালা মানতে বাধ্য। আমরা মানে বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নই। এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হবে না। কারণ, তাদের (পাক বাহিনী) ধারণা, আমাদের কাছে আত্মসমর্পণ করলে আমরা তাদের সঙ্গে জেনেভা কনভেনশনে বর্নিত নীতিমালা অনুযায়ী আচরণ করবো না। যেহেতু আমরা জেনেভা কনভেনশনের আওতায় পড়ি না, তাই জেনেভা কনভেনশনের নীতিমালা মানতে আমরা বাধ্যও নই। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের হত্যা করে ফেলবে। কিন্তু জেনেভা কনভেশন অনুযায়ী পরাজিত আত্মসমর্পণকারী সৈন্যদের হত্যা করা বা কোনও রূপ নির্যাতন করা যায় না। তাদের নিরাপত্তায় আইনি প্রটেকশন দিতে হয়। সামরিক রীতিনীতি অনুযায়ী তাদের সঙ্গে আচরণ করতে হয়। উন্নত খাবার, নানান সুযোগ-সুবিধা দিতে হয়। বন্দিকালীন সময়ে নিরস্ত্র অবস্থায় এক্সারসাইজ, খেলাধুলা ইত্যাদির সুযোগ-সুবিধা দিতে হয়। কিন্তু আমরা তো এখনও ভারতের মাটিতেই রয়ে গেছি। বাংলাদেশই তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়নি। কোনও নিয়মিত সুশৃঙ্খল সেনাবাহিনী নেই। এমনকি পুলিশ বাহিনীও নেই। এ অবস্থায় ৯০ হাজার পাকিস্তানি সৈন্য আমাদের কাছে আত্মসমর্পণ করলে, আমরা তাদের রাখবো কোথায়? তাদের প্রটেকশন দেবো কিভাবে? ৯০ হাজার সৈন্যকে তিন বেলা উন্নত খাবার দেবো কোথা থেকে। দেশে গিয়ে তো আমরাই খাবার পাবো না।’ ডাঃ মাসউদ জাহান ৪৮ তম ব্যাচ

 ==================================

আমাদের সোনার বাংলাদেশের পরিচিতি
★ বিভাগ - ৮ টি, জেলা- ৬৪ টি।
★ সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
★ থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।
★ উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার
★ লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
★ পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি ২০১৭)
★ ইউনিয়ন - ৪৫৬২ টি।
★ গ্রাম- ৮৭৩৭২ টি।
★ জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭% জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
★ পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
★ জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
★ শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
★ গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
★ স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
★ মাথাপিছু আয়- ১৭৫২ মার্কিন ডলার।
★ মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
★ জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
★ দরিদ্রতার হার - ৩১.৫০%।
★ আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।
★ শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
★ VAT এর হার- ১৫%।
★ পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
★ সরকারি বস্ত্রকল- ১৮ টি।
★ চিনিকল- ১৫ টি।
★ সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।
★ সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
★ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
★ অস্ত্র কারখানা - ১ টি।
★ সরকারি ইপিজেড- ৮ টি।
★ নদী বন্দর - ৩০ টি।
★ সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।
★ নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)
★ বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।
★ মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন,
প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)
★ মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।
★ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।
★ নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)
★ মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)
★ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
★ সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
★ কাগুজে নোট - ৯ টি।
★ ব্যাংক নোট- ৫ টি।
★ জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
★ শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ.
'

 

কোন বিশেষ দিন কি বার ছিল???
🎯ভাষা আন্দোলন সংগঠিত হয়—১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
🎯কালরাত্রি—১৯৭১ সালের ২৫ মার্চ (বৃহস্পতিবার)।
🎯বিজয় দিবস—১৯৭১ সালের ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
🎯জাতীয় পতাকা দিবস—১৯৭১ সালের ২ মার্চ (বৃহস্পতিবার)।
🎯স্বাধীনতা দিবস—১৯৭১ সালের ২৬ মার্চ (শুক্রবার)।
🎯সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন—১৯৭৫ সালের ১৫ আগস্ট (শুক্রবার)।
🎯মুজিবনগর অস্থায়ী সরকার গঠন করা হয়—১৯৭১ সালের ১০ এপ্রিল (শনিবার)।
🎯মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে—১৯৭১ সালের ১৭ এপ্রিল (শনিবার)।
🎯৭ মার্চের ভাষণ—১৯৭১ সালের ৭ মার্চ (রবিবার)।
🎯বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১৯৭২ সালের ১০ জানুয়ারি (সোমবার)।
🎯শহীদ বুদ্ধিজীবী দিবস—১৯৭১ সালের ১৪ ডিসেম্বর (মঙ্গলবার)।

 

> শেখ মুজিবের বাবার নাম-শেখ লুতফর রহমান।
> শেখ মুজিবের মায়ের নাম-সায়েরা খাতুন।
> শেখ মুজিবের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্ম দিনকে শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন ড, নীলিমা ইব্রাহিম।
> শেখ মুজিবের চার বোন দুই ভাই ছিলেন।
> শেখ মুজিব ভাই বোন দের মধ্যে তৃতীয় ছিলেন।
> শেখ মুজিবের ডাক নাম খোকা।
> শেখ মুজিবের উচ্চতা ছিল ৫ ফিট ১১ ইঞ্চি।
> শেখ মুজিব বেরি বেরি রোগে আক্রান্ত ছিলেন।
> ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে শের-ই-বাংলার গোপালগঞ্জ মিশন স্কুল পরিদরশনের সময় সাক্ষাত হয়।
> ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করে বন্দি হন।
> ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শেখ মুজিব জেলে ছিলেন। জেলখানা থেকে বিবৃতি প্রদান করেন।
> ১৯৬৪ সালের ১১ মার্চ শেখ মুজিবের নেতৃতে সর্ব দলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
> ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
> বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
> বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
> বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
> বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
> বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
> বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
> বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
> বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
> বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
> ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
> ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
> যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
> বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
> ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
> বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
> আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
> বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
> কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
> ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
> ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
> আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
> আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
> শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
> শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
> কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
> বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
> বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
> বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
> বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
> ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
> বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
> বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
> বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
> বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
> বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
> বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
> বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
> বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
> শেখ মুজিব ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি কারাগারে অনশন শুরু করেন।
> শেখ মুজিব ১৯৫৩ সালের ১৬ নভেম্বর আওয়ামী মুস্লিম লীগের কাউন্সিল অধিবেশনে সাধারন সম্পাদক নির্বাচিত হন।
> শেখ মুজিব ১৯৫৪ সালে ১০ মার্চ সাধারন নিরবাচনে ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন লাভ করে।
> শেখ মুজিব ১৯৫৪ সালের ২ এপ্রিল যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়।
> শেখ মুজিব ১৯৫৪ সালের ১৪ মে যুক্তফ্রন্ট সরকারের কনিষ্ঠ মন্ত্রি হিসেবে যোগদান করেন।
> শেখ মুজিব ১৯৫৫ সালের ৫ জুন পাকিস্তানের গণপরিষদের সদস্য নির্বাচিত হন।
> শেখ মুজিব ১৯৫৫ সালের ১৭ জুন পলতনের জন সভায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবী করেন।
> ১৯৫৫ সালের ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে ধর্ম নিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহন করে মুস্লিম শব্দটি প্রত্যাহার করে নতুন নামকরন করেন আওয়ামী লীগ।
> ১৯৬৪ সালের ১১ মার্চ শেখ মুজিব এর নেত্রিত্তে সর্ব দলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
> ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে ৬ দফা গ্রিহিত হয়।
> ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্তন ম্যান্তে সার্জেন্ট জহুরুল হক কে হত্যা করা হয়।
> ১৯৬৯ সালের ২৩ মার্চ শেখ মুজিবকে সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়।
> ১৯৬৯ সালের ২৫ মার্চ রাওয়াল পিণ্ডিতে গোল টেবিল আলোচনা ব্যর্থ হয়ার পর আইয়ুব ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হ্যান্ডঅভার করেন।
> ১৯৭১ সালে ২৭ জানুয়ারি জুলফিকার আলী কয়েক দফা আলোচনা করেন।
> ১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি ইয়াহিয়া বেতার ভাষণে জাতীয় পরিষদের নির্বাচনের আহব্বান করেন।
> ১৯৭১ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়।
> ১৯৭১ সালের ৭ মার্চের কালজয়ী ভাষণ প্রদান করেন।
> শেখ মুজিব ১৯৭১ সালে ২৬ মার্চ বাংলাদেশের সাধিনতা ঘোষণা করেন।
> ১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন।
> শেখ মুজিবকে ১৯৭১ সালের ২৬ মার্চ বন্দি করে পাকিস্তানে নিয়ে যান।
> ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান থেকে মুক্তি পেয়ে পিয়াইয়ের বিমানে করে লন্ডন-এ হিথরো বিমান বন্দরে অবতরন করেন যান। তখন ব্রিটেনের প্রধান মন্ত্রি ছিল উইলিয়াম অ্যাডওয়াড হিথ। ১০ জানুয়ারি ব্রিটেনের রাজকীয় কমেট বিমানে ভারতে আসেন। তখন ভারতের রাস্ত্রপতি ছিলেন ভিপি গিরি।
> ১০ জানুয়ারি ১৯৭২ স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
> ১০ জানুয়ারি রাতে ১৯৭২ রাস্ত্রপতির দায়িত্ত গ্রহন করেন।
> ১২ জানুয়ারি ১৯৭২ সংসদীয় কাঠামো প্রবরতন করে মন্ত্রি পরিষদ গঠন করা হয়। শেখ মুজিব দেশের প্রধান্মন্ত্রি নিজুক্ত হন।
> ২৬ মার্চ ১৯৭২ শোষণহিন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়।
> ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
> ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে খসড়া শাসনতন্ত্র অনুমোদিত হয়।
> ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
> ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদ বাতিল করা হয়।
> নতুন সংবিধানের আলোকে ৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯২ টি আসন লাভ করে।
> ২৩ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসঙ্গে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন।
> ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়।
> বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনন্য ইতিহাস ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহরে ৬ দফা প্রস্তাব। কে এই প্রস্তাব লিখেন তা নিয়ে তিনটি মতবাদ আছে- এর একজন হল রুহুল কুদ্দুস, শামসুর রহমান খান, আহম্মেদ ফজলুর রহমান সি এস পি অফিসার এ টি লিখে ব্যাংকার খায়রুল কবিরের মাধ্যমে শেখ মুজিবের কাছে পৌঁছান হয়। আরও একটি মতবাদ হল আইয়ুব খানের বিশ্বস্ত আমলা আলতাব গওহর এ টি শেখ মুজিবের হাতে তুলে দেন।
> পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির নাম নওয়াব জাদা নসরুল্লাহ।
> ১৯৬২ সালের ২৭ এপ্রিল এ কে ফজলুল হক মারা যান। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর হোসেন শহিদ সোহরাওয়ারদী মারা যান। দায়িত্ত চলে আসে শেখ মুজিবের উপর। শেখ মুজিব এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরন করেন।
> পাকিস্তানের ২৪ বছরের মধ্যে শেখ মুজিব ১২ বছর জেল খাটেন।
> ৬ দফা আন্দোলনকে মুছে ফেলার জন্যই ১৯৬৮ সালের ৩ জানুয়ারি শেখ মুজিবকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নামে মামলা দায়ের করা হয়।
> ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি শেখ মুজিব মুক্তি পাওয়ার পর জেল গেইটে আবার আটক করা হয়।
> ১৯৬৮ সালের ১৯ জুন এই মামলার বিচার কাজ শুরু হয় ঢাকা সেনানিবাসে।
> পাকিস্তান দণ্ড বিধির ১২১ (ক) এবং ১৩১ ধারায় শুনানি হয়।
> এই মামলার বিচার চলাকালিন সময়ে ২৬ জন কৌশলী ছিলেন। শেখ মুজিবের প্রধান কৌশলী ছিলেন আব্দুস সালাম খান। একটি সেশনের জন্য ব্রিটেন থেকে আসেন আইনজীবী টমাস উইলিয়াম। তাকে সাহায্য করেন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও মওদুদ আহমেদ।
> এই মামলার ১০০ টি অনুচ্চেদ ছিল। ১১ জন রাজ সাক্ষী ও ২২৭ জন সাক্ষীর তালিকা আদালতে পেশ করা হয়।
> এই মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের, এম এর খান। বাঙালি ছিলেন মুকসুদুল করিম।
> এই মামলার প্রতিক্রিয়ায় ৪ জানুয়ারি ১৯৬৯ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই পরিষদ ১১ দফা ও ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের ফলে জান্তা সরকার এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং শেখ মুজিবকে শর্তহীন মুক্তি দেন।
-

 

 

#টাকা_বিষয়ক_কিছু_তথ্য_____

১/ বাংলাদেশে কাগজের নোট = ৯টি।

২/ বাংলাদেশে ব্যাংক নোট =৭টি।

৩/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক ও দুই টাকার নোট।

৪/"এক টাকার ,দুই টাকার নোটে স্বাক্ষর থাকে
=অর্থ সচিবের।

৫/'সবার জন্য শিক্ষা' স্লোগান টি আছে= দুই টাকার
মুদ্রায়।

৬/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয়
=অস্ট্রেলিয়ায়।

৭/৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয়=
জার্মানিতে ৷

৮/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় =কানাডায়।

৯/ সরকারি নোট =১ ও ২ টাকার নোট।

১০/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়= সুইজারল্যান্ড থেকে।

১১/বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা =
বাংলাদেশের ২টাকার নোট।

১২/ বাংলাদেশ বাংকের
শাখা= ১০টি (সর্বশেষ ময়মনসিংহ).

১৩/ ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী =২১ টাকা খরচ হয়।

১৪/ বর্তমানে বাংলাদেশে = ৬৭ টি ব্যাংক রয়েছে।

১৫/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪ মার্চ ১৯৭২
সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।
সংগৃহীত

 

গুরুত্বপূর্ণ তথ্যঃ
(পর্ব - ০১)
যে কোন পরীক্ষায় স্থান সম্পর্কে ২/৩ টা প্রশ্ন আসবেই। সেজন্য এই আয়োজন-
.
১। বাংলাদেশের সর্বাপেক্ষা উষ্ণতম এবং কম বৃষ্টিপাতের স্থান - লালপুর, নাটোর।
২। বেশি বৃষ্টিপাতের স্থান - লালখান, জৈন্তাপুর, সিলেট। তবে সর্বাপেক্ষা শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৩। সবচেয়ে উত্তরের স্থান - জায়গীরজোত, বাংলাবান্ধা, পঞ্চগড়।
৪। সর্ব দক্ষিণের স্থান - ছেঁড়াদ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
৫। সর্ব পশ্চিমের স্থান - শিবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ।
৬। সর্ব পূর্বের স্থান - আখাইনঠ্যং, থানচি, বান্দরবান।
৭। দক্ষিণ পশ্চিমের স্থান - শ্যামনগর, সাতক্ষীরা। সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর আর ছোট ওয়ারী, ঢাকা।
৮। বাংলাদেশের সীমান্ত জেলা মোট ৩২ টি। ভারতের সাথে ৩০ টি আর মিয়ানমারের সাথে মোট ৩ টি। রাঙ্গামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয়ের সাথে যুক্ত।
৯। মিয়ানমারের সাথে সীমান্ত জেলা ৩ টি হচ্ছে - রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।
১০। ভারতের সাথে সংযোগ নেই - বান্দরবান ও কক্সবাজার জেলার।
১১। ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত - বান্দরবান জেলায়।
১২। উখিয়া, কুতুপালং, পালংখালি সীমান্ত অবস্থিত - কক্সবাজার জেলায়।
১৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য মোট ৫ টি। টেকনিকঃ আমিত্রিমেপ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিম বঙ্গ।
১৪। সেভেন সিস্টার্স বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যকে। টেকনিকঃ অমিত্রি নামে আম। অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মনিপুর।

১৫। যশোরের বেনাপোল স্থল বন্দরের বিপরীতে ভারতের বন্দর - পেট্রোপোল। সিলেটের তামাবিল বন্দরের বিপরীতে ভারতের ডাউকি, আসাম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দরের বিপরীতে আগরতলা, ত্রিপুরা। চাপাই নবাজগঞ্জ জেলার বিপরীতে ভারতের জেলা হচ্ছে নদীয়া।

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান #১ম অধ্যায়(১-৬০) #২য় অধ্যায়

# ১ম অধ্যায়(১-৬০)। ১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%। ২।খাদ্যের উপাদান - ৬টি। ৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড। ৪।মানব...

Trending